নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম হেলালীর সহধর্মিনী হঠাৎ অসুস্থ হয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার দুপুরে সাংবাদিক হেলালীর শ্রদ্ধেয়া মা ১০৮ বছর বয়সী গোলচম্পা ইন্তেকালের পর শোকাহত হয়ে তিনি জ্ঞান হারান। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা সাংবাদিক পতœীর ‘অবস্থা ভাল নয়’ জানিয়ে হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন।
সাংবাদিক হেলালী পতœী বর্তমানে সদর হাসপাতালে ৪র্থ তলায় ৪০৫ নাম্বার কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিক নুরুল ইসলাম হেলালী তার সহধর্মিনীর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, সাংবাদিক নুরুল ইসলাম হেলালী ও তার স্ত্রী দীর্ঘ প্রায় ২ দশক যাবৎ অত্যন্ত আন্তরিকতার সাথে মা ও শাশুড়ীর সেবা করেছেন। অশীতিপর বৃদ্ধা শাশুড়ীর সকল ধরনের সেবা করতেন সাংবাদিক হেলালীর এই গুণধর ও অমায়িক স্ত্রী। দীর্ঘ এই সেবার পর শাশুড়ীর মৃত্যুশোক সইতে না পেরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। শাশুড়ীর মরদেহ বাড়ী থেকে বের করার সাথে সাথেই তিনি অজ্ঞান হয়ে পড়েন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।