নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের প্রবীণ সাংবাদিক, দৈনিক দিনকালের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম হেলালীর মা ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোর্শেদ হোসাইন তানিমের দাদী ১০৮ বছর বয়সী গোলচম্পা আর নেই। তিনি বুধবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়াস্থ সাংবাদিক নুরুল ইসলাম হেলালীর বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ……….. রাজেউন)। বাদে মাগরিব শহরের হাসেমিয়া আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমার জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি সাংবাদিক নুরুল ইসলাম হেলালী ছাড়াও আরো ৫ পুত্র, অসংখ্য নাতি-নাতনী রেখে গেছেন। তবে ইতিপূর্বে তার বড় ছেলে ও বড় ২ কন্যা ইন্তেকাল করেছেন। তিনি এই অঞ্চলের সবচেয়ে প্রবীণ নারী বলে মনে করা হচ্ছে।
তার বয়স ১০৮ বছর হলেও তিনি সুস্থ ছিলেন। দীর্ঘদিন তিনি চোখে না দেখলেও কথা বলতে পারতেন এবং সবাইকে চিনতেন।
এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। তার জানাযায় কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল ছাড়াও অসংখ্য রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও প্রবীণ লোকজন অংশগ্রহণ করেন।
এদিকে সাংবাদিক নুরুল ইসলাম হেলালীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দৈনিক সৈকত সম্পাদক ও সৈকত টাওয়ারের স্বত্ত্বাধিকারী মাহবুবর রহমান, দৈনিক সৈকতের নির্বাহী সম্পাদক ও বার্তা প্রধান আনছার হোসেন এবং দৈনিক সৈকতের ম্যানেজার মোঃ মোস্তফা, কম্পিউটার অপারেটর হাসান মুরাদ প্রমুখ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।