২০ আগস্ট, ২০২৫ | ৫ ভাদ্র, ১৪৩২ | ২৫ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে জেলা প্রশাসককে যথাযথ সহায়তা দেওয়া হবে-এমপি জাফর আলম

বার্তা পরিবেশক :

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ বলেছেন- ‘আমরা জনবান্ধব একজন জেলা প্রশাসক পেয়ে আনন্দিত। আপনি যোগদানের পরই সেটি প্রমাণ করেছেন। সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে এমপি হিসেবে আমার পক্ষ থেকে যথাযথ সহায়তা আপনাকে দেওয়া হবে।’

এমপি জাফর আলম বৃহস্পতিবার দুপুরে হলরুম সুগন্ধায় উপজেলা প্রশাসন আয়োজিত চকরিয়া উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দের সঙ্গে কক্সবাজারে নব যোগদানকৃত জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এর মতবিনিময় অনুষ্ঠানে উপরোক্ত বক্তব্য প্রদান করেন।

এর আগে মতবিনিময় সভায় বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন জেলা প্রশাসকের কাছে।

ইউএনও জেপি দেওয়ানের সভাপতিত্বে ও এসি ল্যান্ড রাহাত উজ-জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ আসনের এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, পুলিশের চকরিয়া সার্কেলের এএসপি তফিকুল আলম, পৌরমেয়র আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা ও আজিমুল হক আজিম, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ প্রমূখ।

মতবিনিময় সভায় যোগদানের আগে জেলা প্রশাসক ডুলাহাজারায় আশ্রয়ণ প্রকল্প, ফাঁসিয়াখালী ইউনিয়নে একটি কমিউনিটি ক্লিনিক ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন। এর পর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। মতবিনিময় শেষে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসি ল্যান্ড ও থানা কার্যালয়। এর পর কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন জেলা প্রশাসক।

প্রাকৃতিক সম্পদে ভরপূর ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলার বিভিন্ন দাবি তুলে ধরা হয় জেলা প্রশাসকের কাছে। তন্মধ্যে রয়েছে সরকারি নানা বরাদ্দের ক্ষেত্রে বার বার বঞ্চিত করা হয় চকরিয়াকে। এছাড়াও বহুল প্রতিক্ষিত উপকূলীয় সাত ইউনিয়ন নিয়ে মাতামুহুরী প্রশাসনিক উপজেলায় রূপান্তরের প্রক্রিয়া রহস্যজনক কারণে স্থবির হয়ে থাকা, প্রতিবছর বর্ষায় ভয়াবহ বন্যায় শত কোটি টাকার সম্পদের ক্ষতির হাত থেকে রক্ষায় মাতামুহুরী নদীকে পরিকল্পিতভাবে ড্রেজিং (খনন) করা, বিভিন্ন ছড়াখাল খনন, প্রেস ক্লাবের জন্য স্থায়ীভাবে খাস জায়গা বরাদ্দ প্রদানসহ বিভিন্ন বিষয়।

এসব দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ‘আমি প্রত্যেকটি বিষয় নোট নিয়েছি। কোথায় কী সমস্যা রয়েছে তা পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণসহ মাঠপর্যায়ের কর্মকর্তাদের স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।