১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

সরকারি জমিতে বাড়ি নির্মাণের দায়ে রোহিঙ্গার এক মাসের কারাদণ্ড

কক্সবাজার শহরের পাহাড়তলীতে পাহাড় কেটে সরকারি খাস জমিতে বাড়ি নির্মাণ করার অভিযোগে সিরাজ দৌল্লাহ নামের রোহিঙ্গা নাগরিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (৩১ মে) কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) নু-এমং মারমা মং এই সাজা প্রদান করেন।

একই সঙ্গে রোহিঙ্গাকে জমি বিক্রি, বাড়ি নির্মাণে সহায়তাসহ সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

দণ্ডিত সিরাজ দৌল্লাহ মিয়ানমারের মংডুর বাসিন্দা। শহরের পাহাড়তলী ইসলামপুর শাহনুর পাড়ায় পাহাড় কেটে সরকারি খাস জমিতে বাড়ি নির্মাণ করে আসছিল রোহিঙ্গা সিরাজ। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হলে প্রশাসনের টনক নড়ে। ঘটনাস্থলে গেলে সত্যতা মেলে। অবশেষে অভিযান চালায় সদর এসিল্যান্ড।

রোহিঙ্গা সিরাজকে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তার বাড়ি মায়ানমার মংডুতে। ১০/১৫ বছর আগে বাংলাদেশে এসেছে।। নুর মোহাম্মদ প্রকাশ লম্বা নুর মোহাম্মদ নামের আরেক রোহিঙ্গাকে ব্যবহার করে খাস জমিতে বাড়ি নির্মাণ করে আসছিল।

তবে, এই বাড়ি তার নয় বরং নিজেকে পাহারাদার দাবি করেছে সিরাজ দৌল্লাহ।

পাহাড় কেটে সরকারি জমিতে বসতবাড়ি নির্মাণসহ যে কোন অপরাধীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) নু-এমং মারমা মং।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।