৩১ আগস্ট, ২০২৫ | ১৬ ভাদ্র, ১৪৩২ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

সম্পাদক নুরুল ইসলাম মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুরু


কক্সবাজারের সংবাদ জগত অনেক উন্নত বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। তিনি বলেন, ‘এখানকার সংবাদপত্রের মান দিনদিন বাড়ছে। আর যে পত্রিকাটি মান বজায় রেখে প্রতিদিন পাঠকের কাছে পৌছাচ্ছে সেটি হচ্ছে ‘দৈনিক কক্সবাজার’। এই পত্রিকার সম্পাদকের নামে শুরু হওয়া ব্যাডমিন্টন টুর্ণামেন্ট কাজের পাশাপাশি সংবাদিকদের বিনোদন দেবে’।
বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাব প্রাঙ্গনের মাঠে শুরু হওয়া ‘সম্পাদক মো. নুরুল ইসলাম মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও দৈনিক কক্সবাজারের সম্পাদক প্রবীন সাংবাদিক আলহাজ মো. নুরুল ইসলামের নামে প্রথম বারের মতো যৌথভাবে এই টুর্ণামেন্ট আয়োজন করে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাব।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আবদুর রহমান, ট্যুরিষ্ট পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার রায়হান কাজেমি, প্রেসক্লাবের সাবেক সভাপতি বদিউল আলম, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, বিএফইউজে’র কেন্দ্রীয় সদস্য অ্যাড. আয়াছুর রহমান, প্রথম আলোর স্টাফ রিপোর্টার আব্দুল কুদ্দুস রানা ও বিএফইউজে’র কেন্দ্রীয় সদস্য এবং দৈনিক কক্সবাজার সম্পাদকের জ্যেষ্ঠ পুত্র মুজিবুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সৈকত’র সম্পাদক মাহবুবুর রহমান, সকালের কক্সবাজার’র সম্পাদক ফরহাদ ইকবাল, দেশবিদেশ’র সম্পাদক আয়ুবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রিয়তোষ পাল পিন্টু। অনুষ্ঠান পরিচালনা করেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য তৌফিকুল ইসলাম লিপু।
মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন, ‘স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ঠিক রাখতে হলে কাজের পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। বিশেষ করে সাংবাদিকদের ক্ষেত্রে এই টুর্ণামেন্ট বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়াবে’।
বদিউল আলম বলেন, ‘আমরা যে’কজন প্রেসক্লাব প্রতিষ্ঠা করেছি তারমধ্যে নুরুল ইসলাম অন্যতম। তাঁরই হাতে গড়া এই মাঠ। আজ সেই মাঠে তাঁর নামে টুর্ণামেন্ট শুরু হয়েছে; এটি অত্যন্ত আনন্দের বিষয়’।
আব্দুল কুদ্দুস রানা বলেন, ‘আমরা সারাদিন পরিশ্রম করি। কোন ধরণের বিনোদনের সুযোগ পাই না। এই টুর্ণামেন্ট সেই বিনোদনের সুযোগ করে দিচ্ছে। আগামিতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে’।
তোফায়েল আহমদ বলেন, একজন মানুষের একটি দুর্বলতা থাকে। আমাদের সকলের গুরু নুরুল ইসলামের দুর্বলতা হচ্ছে সাংবাদ পত্র, সাংবাদিকতা ও প্রেসক্লাব। তাঁর নামে টুর্ণামেন্টের আয়োজন শুনে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। আগামিতে আমরা এই টুর্ণামেন্টের ধারাবাহিকতা বজায় রাখব’।
অ্যাড. আয়াছুর রহমান বলেন, ‘আজ এই খেলার মধ্য দিয়ে প্রেসক্লাব মুখরিত হয়ে ওঠেছে’।
মুজিবুল ইসলাম বলেন, ‘আমার পিতার নামে টুর্ণামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়ায় আমাদের পরিবার আয়োজকদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তিনি (নুরুল ইসলাম) আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন’।
আবু তাহের চৌধুরী বলেন, ‘প্রতিবছর এই টুর্ণামেন্ট আয়োজন করা হবে। চলতি টুর্ণামেন্ট শেষে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সাংবাদিকদের জন্য ইনডোর গেম আয়োজনেরও উদ্যোগ নেওয়া হবে। খেলাধুলা আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকেরা প্রেসক্লাব মুখি হবে’।
প্রথমদিনের খেলার প্রধান বিচারক ছিলেন ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার রায়হান কাজেমি। সহকারি বিচারকের দায়িত্ব পালন করেন জিয়াউল করিম, বন্ধন’স কর্মকর্তা আবু তাহের, আবছার উদ্দিন, আব্দুল গফুর ও অরডিন বড়–য়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।