১৫ ডিসেম্বর, ২০২৫ | ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৩ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমানে দেশরত্ম শেখ হাসিনার সফল নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই


চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিকলীগের সম্মেলন গতকাল ৫ এপ্রিল বিকালে হারবাংস্থ ইউনিয়ন কমিটির কার্যালয়ে আহবায়ক মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্টিত হয়েছে। অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক ও মাতামুহুরী উপজেলা জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সদস্য সচিব খলিল উল্লাহ চৌধুরী। সম্মেলন উদ্ভোধন করেন চকরিয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক সাইফুল ইসলাম।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন হারবাং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তিযুদ্ধা নুরুল আবচার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেরাজ উদ্দিন মিরাজ, ইউনিয়ন সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির আহবায়ক আজিম উদ্দিন আজিম, সদস্য সচিব দারুচ্ছালাম মোহাম্মদ রফিক, চকরিয়া উপজেলা সৈনিকলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম, চকরিয়া পৌর সভা ৮নং ওয়ার্ড় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, পৌর যুবলীগের সহ সম্পাদক হেলাল উদ্দিন, পৌরসভা ছাএলীগ সাবেক যুগ্ন আহবায়ক ফারুক হোসেন বুলেট, সৈনিকলীগ নেতা রাব্বী, পৌর সৈনিকলীগ নেতা শাহ্ আলম। আবদুল মজিদ, শহিদুল ইলাম প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে মোঃ শাহ্ জাহানকে সভাপতি ও জামাল হোসেনকে সাধারণ সম্পাদক করে হারবাং হারবাং ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিকলীগের কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও সম্মেলনে উপজেলা, ইউনিয়ন সৈনিকলীগের সকলস্থরের নেতাকর্মী এবং আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথি খলিল উল্লাহ চৌধুরী বলেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। শেখ হাসিনা সরকার জরগনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সারাদেশে যেভাবে জঙ্গী-সন্ত্রাসীদের দমন করা হচ্ছে, তা অতি শীঘ্রই দেশ থেকে সমূলে ধ্বংস হয়ে যাবে। তাই দেশ রক্ষায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গীবাদ-সন্ত্রাস প্রতিরোধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
তিনি বলেন, দেশরত্ম শেখ হাসিনার সফল নেতৃত্বে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ঠিক তখনই বিএনপি-জামাত জোট ক্ষমতার লোভে সারাদেশে হত্যার রাজনীতি চালু করে দেশের আত্মসামাজিক উন্নয়নে বাঁধা সৃষ্টি করছে। তাদের অপতৎরতার কারনে আজকে দেশে সন্ত্রাস, জঙ্গিবাদের উথান হয়েছে। তাই এসব অপশক্তির বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশের সকল শক্তিকে একহয়ে রুখে দাঁড়াতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।