১ মে, ২০২৫ | ১৮ বৈশাখ, ১৪৩২ | ২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

সবচেয়ে বড় চাঁদ দেখা যাবে সোমবার

super-moonচাঁদ দেখতে ভালবাসে সবাই। একটি জোছনা রাত এলেই জমে ওঠে রাতের আড্ডা পথে, মাঠে, ছাদে। এমনই একটি দারুণ চাঁদের রাত আসছে ১৪ নভেম্বর। ১৯৪৮ সালের পর দীর্ঘ ৬৮ পর আকাশের সবচেয়ে বড় চাঁদ দেখা যাবে এই রাতে।

জানা গেছে, এদিন চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি আসবে। সূর্য ও পৃথিবীর পারস্পরিক অবস্থান এবং চাঁদের বিচিত্র কক্ষপথে বিচরণের জন্য অনেক কাছ থেকে দেখা যাবে চাঁদ। সাধারণত পূর্ণিমার চাঁদ যতোটা বড় হয় তার তুলনায় ৩০ গুন বড় দেখাবে ১৪ নভেম্বর রাতের চাঁদটা। এই সুপারমুন সবচেয়ে ভালো করে দেখতে পারবেন উত্তর আমেরিকার মানুষ। ২০৩৪ সালের ২৫ নভেম্বর আরও একটি সুপারমুনের রাত আসবে কিন্তু তখনও এতো কাছে আসবে না।

মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের লুনার স্টাডিজের সহযোগী অধ্যাপক অনির্বাণ মুখোপাধ্যায় বলেন, ‘যখন চাঁদ, সূর্য ও পৃথিবীর মধ্যে একটি সরলরেখা টানলে চাঁদ এবং সূর্যের অবস্থান বিপরীত অভিমুখে দেখা যায়, এই সময়টা পূর্ণিমা।’

তিনি আরও বলেন, ‘নভেম্বরের এই চাঁদের দূরত্ব হবে পৃথিবী থেকে ২ লক্ষ ২৩ হাজার ৬৯০ মাইলের কম। চাঁদ আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করে একটি ডিম্বাকার কক্ষপথে। তাই এটি কখন পৃথিবীর কাছে আসে, কখনও বা দূরে সরে যায়।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।