
সততার অনন্য নজির রাখলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগসহ কয়েকটি মন্ত্রণালয়ে চলছে আলোচনা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিবের সরকারি বাসায় কাঁঠালসহ বিভিন্ন ফলের গাছ রয়েছে। কাঁঠাল গাছে প্রায় শতাধিক কাঁঠাল ধরেছে।
গত সোমবার দুপুরে পরিপক্ক কাঁঠালগুলো গাড়িতে করে মন্ত্রিপরিষদ বিভাগে আনা হয়। এরপর কর্মকর্তা- কর্মচারীদের মধ্যে এসব কাঁঠাল ভাগ করে দেয়া হয়।
এ নিয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। তবে আলোচনায় তারা বলেন, অতীতে অনেকেই সরকারি বাসায় ছিলেন। কিন্তু ওই বাসার ফল কর্মকর্তা-কর্মচারীদের ভোগ করা সত্যিই দুষ্কর। উল্লেখ্য, শফিউল আলম চাকরি জীবনে সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত।
সূত্র – মানবজমিন
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।