
শাহেদ হোছাইন মুবিন, উখিয়া
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে উখিয়া প্রেসক্লাব।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ১১ টায় উখিয়া প্রেসক্লাব ভবন প্রাঙ্গণে গাছের চারা লাগিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনটির
প্রধান পৃষ্ঠপোষক ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ।
এসময় উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জুর মোরশেদ, রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী,উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল, সহ সভাপতি হুমায়ুন কবির জুশান, অর্থ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চু, দপ্তর, ক্রীড়া ও প্রচার সম্পাদক মাহমুদুল হক বাবুল, নির্বাহী সদস্য ফারুক আহমদ, নির্বাহী সদস্য ওবাইদুল হক আবু চৌধুরী, নির্বাহী সদস্য নুর মোহাম্মদ সিকদার সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণী-প্রেশার মানুষ উপস্থিত ছিলেন।
উক্ত কর্মসূচিতে প্রত্যেক মানুষকে নিজ নিজ দায়িত্বে কমপক্ষে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। “গাছ আমাদের পরম বন্ধু। তাই একটি গাছ কাটার আগে অন্ততঃ দুটি গাছ লাগান। বেশি করে গাছ লাগাই পরিবেশ বাঁচাই।” – পরিবেশ সুন্দর রাখতে গাছের বিকল্প নেই বলেও মনে করেন সাংবাদিকবৃন্দরা।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।