১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের

শেখ জামালের পর কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলও

ওয়ালটন ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচে রোববার তারা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হার মানে ৩-০ ব্যবধানে। তাদের হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল শেখ জামাল।

আজ মঙ্গলবার শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি হয় ফরাশগঞ্জ। সুযোগ ছিল শেখ রাসেলকে হারিয়ে কিংবা ড্র করে কোয়ার্টার ফাইনালে খেলার আশা জিইয়ে রাখার। কিন্তু সেটা আর হল কই? আজ বিকেলে শেখ রাসেলও তাদের হারিয়ে দিয়েছে ৩-০ গোলের ব্যবধানে। দুই ম্যাচের দুটিতেই হেরে বিদায় নিয়েছে ফরাশগঞ্জ। আর কোয়ার্টার ফাইনালে উঠেছে শেখ জামাল ও শেখ রাসেল।

গ্রুপপর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার সন্ধ্যায় শেখ জামালের মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র। ওই ম্যাচে যে দল জয় পাবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাবে।

মঙ্গলবার ফরাশগঞ্জের বিপক্ষে প্রথম গোলের দেখা পেতে ৩২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় শেখ রাসেলকে। এ সময় শেখ রাসেলের গাম্বিয়ান ফরোয়ার্ড দাওদা সিসে গোল করে এগিয়ে নেন দলকে (১-০)। দ্বিতীয় গোলটি দ্রুতই হয়। প্রথম গোলের ৭ মিনিটের মাথায় (৩৯ মিনিটে) বক্সের মধ্যে বল পেয়ে যান অরুপ বৈদ্য। জটলার মধ্যে শট নেন। বল জালে আশ্রয় নেয়। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিশ্রামে যায় শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।

বিরতির পর ৫২ মিনিটে তৃতীয় গোলটি হয় শেখ রাসেলের। এ সময় আমিনুর রহমান সজীব গোল করেন। তাকে গোলে সহায়তা করেন মো. খালেকুজ্জামান। এরপর উভয় দল বেশি কিছু আক্রমণ-পাল্টা আক্রমণ করে। কিন্তু কোনো দলই আর জালের নাগাল পায়নি। তাতে ৩-০ গোলের জয়ের পাশাপাশি পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে শাহেদ-মিশুরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।