২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

শেখ জামালের পর কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলও

ওয়ালটন ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচে রোববার তারা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হার মানে ৩-০ ব্যবধানে। তাদের হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল শেখ জামাল।

আজ মঙ্গলবার শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি হয় ফরাশগঞ্জ। সুযোগ ছিল শেখ রাসেলকে হারিয়ে কিংবা ড্র করে কোয়ার্টার ফাইনালে খেলার আশা জিইয়ে রাখার। কিন্তু সেটা আর হল কই? আজ বিকেলে শেখ রাসেলও তাদের হারিয়ে দিয়েছে ৩-০ গোলের ব্যবধানে। দুই ম্যাচের দুটিতেই হেরে বিদায় নিয়েছে ফরাশগঞ্জ। আর কোয়ার্টার ফাইনালে উঠেছে শেখ জামাল ও শেখ রাসেল।

গ্রুপপর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার সন্ধ্যায় শেখ জামালের মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র। ওই ম্যাচে যে দল জয় পাবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাবে।

মঙ্গলবার ফরাশগঞ্জের বিপক্ষে প্রথম গোলের দেখা পেতে ৩২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় শেখ রাসেলকে। এ সময় শেখ রাসেলের গাম্বিয়ান ফরোয়ার্ড দাওদা সিসে গোল করে এগিয়ে নেন দলকে (১-০)। দ্বিতীয় গোলটি দ্রুতই হয়। প্রথম গোলের ৭ মিনিটের মাথায় (৩৯ মিনিটে) বক্সের মধ্যে বল পেয়ে যান অরুপ বৈদ্য। জটলার মধ্যে শট নেন। বল জালে আশ্রয় নেয়। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিশ্রামে যায় শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।

বিরতির পর ৫২ মিনিটে তৃতীয় গোলটি হয় শেখ রাসেলের। এ সময় আমিনুর রহমান সজীব গোল করেন। তাকে গোলে সহায়তা করেন মো. খালেকুজ্জামান। এরপর উভয় দল বেশি কিছু আক্রমণ-পাল্টা আক্রমণ করে। কিন্তু কোনো দলই আর জালের নাগাল পায়নি। তাতে ৩-০ গোলের জয়ের পাশাপাশি পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে শাহেদ-মিশুরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।