৯ মে, ২০২৪ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ২৯ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা   ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার

শীর্ষ মানবপাচারকারি মনছুর সহ ৪০ দালালের বিরুদ্ধে মামলা : উদ্ধারকৃতদের আদালতে প্রেরণ

SAMSUNG CAMERA PICTURES

সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ভাসমান ট্রলার হতে ১১৬ মালয়েশিয়া যাত্রী আটকের ঘটনায় ৪০ মানব পাচারকারী দালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত যাত্রীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সুত্র জানায়,গত ১৩ মে রাতে সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার ফিরোজ আহমদ বাদী হয়ে টেকনাফ থানায় মানব পাচার প্রতিরোধ আইনে এ মামলা (নং-৩২/৩৩৯) দায়ের করেন। এতে টেকনাফ সাবরাং কচুবনিয়ার মৃত মোজাহের মিয়ার ছেলে গুরা মিয়া (৩২), আবদুর রহিমের ছেলে নজির আহমদ প্রকাশ নজির ডাকাত(৪১), ফজল আহমদের ছেলে মো: ইসলাম প্রকাশ বাগু (৩২), আবদুল খালেকের ছেলে আবদুল হামিদ (৪০), সোনা আলীর ছেলে আবদুল গফুর (৪৩), নজির আহমদের ছেলে আব্দুল্লাহ (৩০), কাটাবনিয়ার আবদুল মাজেদের ছেলে শওকত আলম (২০) ও আলমগীর (২৫), কাটাবনিয়ার আবদুর রহমানের ছেলে আবুল কালাম (২৬)ও জিয়াউদ্দিন বাবলু (২৪), হারিয়া খালীর আবদুস শুক্কুরের ছেলে কুদ্দুস (৩৪), মো: হোছনের ছেলে মৌলভী আবুল হাশেম (৩৫), লেদা আনরেজিষ্টার্ড রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের মৃত হোছন আলীর ছেলে হাফেজ আয়ুব (৩৫), পশ্চিম লেদার মৃত আবুল কাশেমের ছেলে নুরুল কবির (৩৩), অজ্ঞাত মোস্তাক, উখিয়ার জালিয়াপালংয়ের সোনারপাড়ার খলিলুর রহমানের ছেলে ফরিদ মাঝি (৪৫), আবদুস সালামের ছেলে নুর মোহাম্মদ মাঝি (৪৬), পশ্চিম সোনাইছড়ির ইউছুপ আলীর ছেলে রুস্তম আলী (৪৫), আজিজুল্লাহর ছেলে কায়সার আহমদ জনি (৩২), হলদিয়াপালং নলবনিয়া এলাকার ছৈয়দুর রহমানের ছেলে শামসুল আলম (৪৩), সাবরাং কচুবনিয়ার ইউছুপ আলীর ছেলে ছিদ্দিক (৩৪), অজ্ঞাত ইউছুপ (৩৪), সিরাজগঞ্চ শাহাজাদপুর থানার রতন কান্দি এলাকার সিরাজ (৩০), পাবনা জেলার সোজানগর থানার হাটখালী এলাকার কল্যাণ মন্ডলের ছেলে জব্বার (৪০), নরসিংদী জেলার রায়পুর বটতলী এলাকার শাহ আলম(২৫), মুরাদনগর হোসেন মিয়ার ছেলে চান মিয়া (২৪), গজারিয়ার পলাশ থানার গজারিয়া এলাকার রতন (২৬), মৃত মারুর ছেলে আলআমিন (৩০), ইতনা থানার জয়সিদ্দি এলাকার মালেকের ছেলে হারুন (৩৫), কিশোরগঞ্জ জেলার রুপগঞ্জ থানার গাউছিয়া এলাকার শাহ আলী (২৬), জালিয়াদিঘী এলাকার মো: হোছনের ছেলে জসীম উদ্দীন (২৭), নজির আহমদের ছেলে মফিজ (৩৫), ক¤॥^নিয়ার পূর্ব ধেছুয়াপালং এলাকার মো: ফেরদৌসের ছেলে আব্দুল্লাহ বিদ্যুৎ(৩২), খুনিয়া পালং ইউনিয়নের পূর্ব গোয়ালিয়াপালং আশরাফ মিয়ার ছেলে মনছুর আল ম (৩০) হিমছড়ি আবদুল কাদেরের ছেলে আবুল কালাম (৪২), দক্ষিণ গোয়ালিয়া পালং মো: কালুর ছেলে নুরুল কবির বাদশা (৩০), ধেছুয়াপালং মৃত নুরুল ইসলামের ছেলে মো: সালাম বাদল (২৮), নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের মো: শফির ছেলে আমান উল্লাহ আনু (২৮), হ্নীলা মৌলভীবাজার মৃত মকবুল আহমদের ছেলে ছৈয়দ আলম সিকদার (৪৫)সহ উখিয়া, রামু, নয়াপাড়া ও লেদা রোহিঙ্গা ক্যাম্প,পাবনা,নরসিংদী,কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার মোট ৪০ জনসহ অজ্ঞাত মানব পাচারকারীদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইনে এই মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ১৪মে দুপুরে সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগর থেকে উদ্ধারকৃত ১১৬ জন মালয়েশিয়াগামীকে কক্সবাজার আদালতে প্রেরন করা হয়েছে। মহেশখালী উপজেলার কালারমারছড়া এলাকার তানভীর, রাহাতসহ বেশ কয়েকজন যাত্রী হারিয়াখালী এলাকার নুর আহমদের ছেলে সাদ্দাম হোসেন সিন্ডিকেট মালয়েশিয়া পাচারের জন্য ট্রলারে তুলে দিয়েছিল বলে জানানোর পরও তাকে এজাহারভূক্ত আসামী না করায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে টেকনাফ থানা পুলিশ তাকে আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্থ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।