২৩ ডিসেম্বর, ২০২৫ | ৮ পৌষ, ১৪৩২ | ২ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান

পত্রিকার হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান

শীতার্ত মানুষের পাশে দাড়াতে বিত্তবানদের এগিয়ে আসতে হবে

নিজস্ব প্রতিবেদকঃ জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল ১০ জানুয়ারি জেলায় কর্মরত পত্রিকার হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার রাত ৮ টায় দৈনিক কক্সবাজার একাত্তর পত্রিকার কার্যালয় থেকে জেলার বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৫০ জন পত্রিকার হাকারদের মাঝে কম্বল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন প্রিন্স। বিতরণ কালে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট (এসিল্যালেন্ড)।

দৈনিক কক্সবাজার একাত্তর পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক মোঃ বেলাল উদ্দিন বেলাল, জেলা পরিষদ সদস্য ও দৈনিক কক্সবাজার একাত্তর পত্রিকার সম্পাদক মাহমুদুল করিম মাদু,নির্বাহী সম্পাদক এইচ.এম নজরুল ইসলাম,মফস্বল সম্পাদক স.ম ইকবাল বাহার।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিত্তবান মানুষেরা গরম কাপড় ক্রয় করে শীত নিবারণ করলেও গরিব ও ছিন্নমূল মানুষেরা টাকার অভাবে গরম কাপড় ক্রয় করতে পারছে না। তীব্র এই শীতে অসহায় দরিদ্র, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। প্রচন্ড শীতের কারণে দিনমজুর শ্রেণির মানুষ কাজে যেতে পারছে না। রাতে এসব মানুষ শীতে খুব কষ্ট পাচ্ছে। এরাই প্রকৃত শীতার্ত। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্যে বর্তমান সরকার নানা উদ্দ্যোগ গ্রহণ করেছে। একই সাথে শীতার্ত মানুষের পাশে দাড়াতে সকল বিত্তবানদের এগিয়ে আশার আহবান করেন।
এসময় অন্যানদের মাধ্য উপস্থিত ছিলেন, দৈনিক কক্সবাজার একাত্তর পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার তৌহিদুল ইসলাম,অফিস সহকারী হেলাল উদ্দিন,জেলা সংবাদপত্র হকার সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক শফিকুর রহমান,কক্সবাজার হকার্স কল্যাণ সমিতির সভাপতি জহির আহমদ,সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন,চকরিয়া সংবাদপত্র হকার সমিতির সভাপতি মোঃ ইউনুছ,সাধারণ সম্পাদক মোঃ বাবুল সহ তিন সংগঠনের বিপুল সংখ্যা নেতৃবৃন্দ।

কম্বল বিতরণ কালে প্রধান অতিথি আরো জানান, সরকারিভাবে যেসব শীতবস্ত্র পাওয়া গেছে তা ইতোমধ্যে শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। আরও যে চাহিদাপত্র পাঠানো হয়েছে। হাতে আসলে যতদ্রুত সম্ভব শীতার্তদের মধ্যে বিতরণ করা হবে। এবং চাহিদায় থাকা অন্য শীতবস্ত্র পাওয়া গেলে সেগুলোও দ্রুত দুস্থদের মধ্যে বিতরণ করতে জেলা প্রশাসন কাজ করে যাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।