১০ নভেম্বর, ২০২৫ | ২৫ কার্তিক, ১৪৩২ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

শিশুর অধিকার নিশ্চিত করা নৈতিক দায়িত্ব

Siso Odikar news pic

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শিশুর অধিকার বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা সম্পন্ন হয়েছে। রবিবার ২৪ মে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প। দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যন তোফাইল আহামদ। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন- একটি শিশুর উন্নয়নে সব কিছু জানার পরও যদি আমরা পরিবেশ বদলাতে না পারি তাহলে শিশুর উন্নয়ন সম্ভব নয়। কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। সেই সাথে শিশুদের অধিকার নিশ্চিত করাও সকলের নৈতিক দায়িত্ব। তাই সুন্দর সমাজ বির্নিমানের জন্য আমাদের ভবিষ্যতকে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু শাফায়াৎ মুহাম্মদ শাহে দুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ নেওয়াজ, এমপি প্রতিনিধি আলহাজ্ব খায়রুল বাশার।
কর্মশালায় উপস্থিতরা শিশুর অধিকার নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন। পরে কর্মশালায় অংশ গ্রহনকারীদের মধ্যে দলগত করে প্রশিক্ষণ প্রদান করেন বেসরকারী এনজিও সংস্থা কোডেক, কক্সবাজারের প্রশিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিন সিকদার ও জেরিন কুলসুম মেলি।
সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক রুহুল আমিন হেলালীর সার্বিক পরিচালনায় কর্মশালায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: কামাল উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুবিনুল হক, নাইক্ষ্যংছড়ি থানার এসআই আনিসুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ আজিজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহামেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বিতীয়ময় চাকমা, বাইশারী ইউপি চেয়ারম্যান মনিরুল হক, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল বাশার, হেডম্যান থোয়াইহ্লা অং মার্মা, ইউপি সদস্য আরেফ উল্লাহ ছুট্টু, নারী ইউপি সদস্য জুহুরা বেগম প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।