১৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৩০ ভাদ্র, ১৪৩২ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

শিশুর অধিকার নিশ্চিত করা নৈতিক দায়িত্ব

Siso Odikar news pic

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শিশুর অধিকার বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা সম্পন্ন হয়েছে। রবিবার ২৪ মে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প। দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যন তোফাইল আহামদ। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন- একটি শিশুর উন্নয়নে সব কিছু জানার পরও যদি আমরা পরিবেশ বদলাতে না পারি তাহলে শিশুর উন্নয়ন সম্ভব নয়। কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। সেই সাথে শিশুদের অধিকার নিশ্চিত করাও সকলের নৈতিক দায়িত্ব। তাই সুন্দর সমাজ বির্নিমানের জন্য আমাদের ভবিষ্যতকে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু শাফায়াৎ মুহাম্মদ শাহে দুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ নেওয়াজ, এমপি প্রতিনিধি আলহাজ্ব খায়রুল বাশার।
কর্মশালায় উপস্থিতরা শিশুর অধিকার নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন। পরে কর্মশালায় অংশ গ্রহনকারীদের মধ্যে দলগত করে প্রশিক্ষণ প্রদান করেন বেসরকারী এনজিও সংস্থা কোডেক, কক্সবাজারের প্রশিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিন সিকদার ও জেরিন কুলসুম মেলি।
সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক রুহুল আমিন হেলালীর সার্বিক পরিচালনায় কর্মশালায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: কামাল উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুবিনুল হক, নাইক্ষ্যংছড়ি থানার এসআই আনিসুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ আজিজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহামেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বিতীয়ময় চাকমা, বাইশারী ইউপি চেয়ারম্যান মনিরুল হক, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল বাশার, হেডম্যান থোয়াইহ্লা অং মার্মা, ইউপি সদস্য আরেফ উল্লাহ ছুট্টু, নারী ইউপি সদস্য জুহুরা বেগম প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।