১৯ অক্টোবর, ২০২৫ | ৩ কার্তিক, ১৪৩২ | ২৬ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

কাউয়ারখোপে আন্তঃ প্রাথমিক ক্রীড়ার পুরস্কার বিতরণে মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ

শিশুদের মনোবিকাশের জন্য ক্রীড়ার বিকল্প নেই

প্রেস বিজ্ঞপ্তিঃ শিশুদের মনোবিকাশের জন্য ক্রীড়ার বিকল্প নেই। ছাত্রছাত্রীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এতে শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে। ক্রীড়ার মাধ্যমে গ্রামের শিশুরাও জাতীয় পর্যায়ে সুনাম বয়ে আনতে পারবে। বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রামু লট উখিয়ার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রামুর কাউয়ারখোপে আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে উদ্বোধকের বক্তৃতা করেন, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার, সহকারি শিক্ষা অফিসার আবু নোমান মোহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, শিশু সাহিত্যিক ছড়–য়া সম্পাদক কামাল হোসেন প্রমুখ। রামু লট উখিয়ার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি বদরুল হুদা মেম্বারের সভাপতিত্বে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাউয়ারখোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিল্লোল বড়ুয়া’র সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তৃতা করেন, কাউয়ারখোপ আন্ত: প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিচালনা পরিষদ সচিব, কাউয়ারখোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরূবা আক্তার, শিক্ষক তাজ উদ্দিন, লট উখিয়ার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীতা চক্রবর্তী, স্বপন বড়ুয়া, শিক্ষক শাপলা বড়ুয়া, পটল বড়ুয়া, উখিয়ার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রমজান আলী, সাইফুল ইসলাম, মনিরঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চম্পক বড়ুয়া প্রমুখ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।