৮ জুলাই, ২০২৫ | ২৪ আষাঢ়, ১৪৩২ | ১২ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

শিল্প ও বাণিজ্য মেলায় লটারীর টিকেট বিক্রয়ের অনুমোদন দেওয়া হবেনা- জেলা প্রশাসক

jashed-pic

শিল্প ও বাণিজ্য মেলার নামে কক্সবাজার জেলার জুয়া খেলার আদলে দৈনিক অবৈধ ও অনৈতিক লটারীর টিকেট বিক্রয়ের অনুমোদন বন্ধের দাবীতে কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেনের সাথে জেলা জাসদের সভাপতি ও সাধারন সম্পাদক যথাক্রমে নঈমুল হক চৌং টুটুল ও এড. আবুল কালামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অদ্যাবধি দুপুর ১.০০ টায় সাক্ষাত করে আবারও একটি স্বারক লিপি প্রদান করেন। এসময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রহমান ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি এড. সিরাজুল মোস্তফা। জেলা জাসদের প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন এড. রফিক উদ্দিন চৌং, এড. আব্দুল শুক্কুর, নূর আহম্মদ, মিজানুর রহমান বাহাদুর, আবদুর রশিদ, মো: মীর মোশাররফ হোসেন, আব্দুল জব্বার, আশরাফুল করিম নোমান, প্রদ্বীপ পাল সহ প্রমুখ নেতৃবৃন্দ।
জাসদ নেতৃবৃন্দের সাথে বিস্তারিত আলোচনা শেষে জেলা প্রশাসক বলেন, এবার শিল্প ও বাণিজ্য মেলার নামে দৈনিক অবৈধ লটারীর টিকেট বিক্রয় সহ মেলার অভ্যন্তরে কোন ধরনেরই অবৈধ জুয়া খেলার অনুমোদন দেওয়া হবেনা। যদি সিদ্ধান্ত অমান্য করে র‌্যাপেল ড্র এর নামে দৈনিক লটারী বিক্রয় করা হয়, তবে সেক্ষেত্রে প্রশাসনিক ভাবে মেলা বন্ধ করে দেওয়া হবে। উপস্থিত জাসদ নেতৃবৃন্দরা জেলা প্রশাসককে এ ধরনের সাহসী সিদ্ধান্ত প্রদান করায় আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।