৮ মে, ২০২৪ | ২৫ বৈশাখ, ১৪৩১ | ২৮ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন

শিলখালী উচ্চবিদ্যালয় দলের বিজয়ী ১০ শিক্ষার্থী

 

Pekua Pic 26-

প্রথম আলোর ‘আই জেন-২০১৫’ এর দ্বিতীয় দিনের উৎসব গতকাল রোববার সকালে জেলার পেকুয়া উপজেলার শিলখালী উচ্চবিদ্যালয়ে অনুষ্টিত হয়েছে। উৎসবে ইন্টারনেট বিষয়ক লিখিত পরীক্ষায় বিজয়ী হয়েছে ( সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে) বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী। এরা জেলা পর্যায়ের উৎসবে শিলখালী উচ্চবিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে।
আজ সোমবার সকালে চকরিয়া কোরক বিদ্যাপীঠ এবং দুপুরে খুটাখালী কিশলয় আদর্শ শিশু শিক্ষা নিকেতনে পৃথকভাবে আই-জেন উৎসব করা হবে।
গতকাল রোববার সকাল ১০ টায় শিলখালী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম। স্বাগত বক্তব্য দেন, প্রথম আলোর চকরিয়া প্রতিনিধি এস এম হানিফ। ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি নিয়ে বক্তব্য দেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল মালেক, সহকারি শিক্ষক জাহেদ উল্লাহ প্রমুখ।
শিক্ষার্থীদের অংশগ্রহনে লিখিত পরীক্ষায় বিজয়ী ১০ জনকে শিলখালী উচ্চ বিদ্যালয় দল ঘোষনা করা হয়। বিজয়দের হাতে সনদ তুলে দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম ও সাংবাদিক এস এম হানিফ। এর আগে ইন্টারনেট ব্যবহারের উপর বিভিন্ন প্রামান্য চিত্র প্রদর্শিত হয়। স্কুল পর্যায়ে বিজয়ীদের নিয়ে আগামী ২৫ মে কক্সবাজারে অনুষ্টিত হবে মূল উৎসব।
বিজয়ীরা হলো: আল নাহিয়ান ইসাত (৯ম শ্রেণি), সুফাইদা জন্নাত খুকী (১০ম), আবদুল্লাহ মো. সাইফুদ্দিন (১০ম), মোঃ তাজকির হোছাইন (৮ম), মো. এমরান উদ্দিন (৯ম), তৌহিদুল ইসলাম ফয়সাল (১০ম), মোহাম্মদ সাজ্জাদ হোসাইন (১০ম), মুহাম্মদ নাছিম উদ্দিন আরফাত (৯ম), তোফায়েল আহমদ বাবু (১০ম) ও মো. আশেক (৯ম)।
উৎসব পরিচালনা করেন, আই-জেন উৎসব-২০১৫ জেলার সমন্বয়ক ও বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি ইব্রাহিম খলিল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বন্ধুসভার সাদমান সাকিব, হাবিবুর রহমান অনিক, বায়েজিদ মুহাম্মদ আরিফ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।