৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা

শিলখালীতে আইন-শৃংখলার অবণতিতে উদ্বিগ্ন আওয়ামীলীগ!

shomoy
পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবণতিতে উদ্বেগ প্রকাশ করেছে আওয়ামীলীগ। এছাড়া, এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক কর্মকান্ডেও খোদ ক্ষমতাসীন আওয়ামীলীগের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গ্রামটির ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল হোসাইনের বেপরোয়া স্বজনপ্রীতি, দলীয় করণ, অনিয়ম দূর্নীতির অভিযোগ তুলে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। গতকাল ১৬মার্চ সোমবার বাংলাদেশ আওয়ামীলীগ পেকুয়া উপজেলা শাখার প্রয়াত সভাপতি মরহুম জননেতা ছাদেকুর রহমান ওয়ারেচীর পুত্র উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত একক চেয়ারম্যান প্রার্থী শিলখালী ইউনিয়ন শাখার সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচী সংবাদপত্রে প্রকাশ ও প্রচারণার্থে প্রদত্ত এক বিবৃতিতে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য দেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন যে, উপজেলার শিলখালী ইউনিয়নের আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবণতির কারণে এলাকার সর্বস্তরের মানুষের জানমাল আজ চরম নিরাপত্তাহীন। ইতিপূর্বে বিএনপি-জামাতের হরতাল অবরোধে নির্বিচারে সড়ক পাশের্^র সবুজ বেষ্টনী নিধন, লুঠ ও পাঁচার, যান-জন চলাচলে বাঁধা প্রদান, বেছে বেছে আ’লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শোষন, হয়রানী, লোকসমাজে হেয়প্রতিপন্ন, পেকুয়া চকরিয়ার উত্তর জনপদের সেতু বন্ধন উপকুলের প্রথম সড়ক পথপরিক্রমা ঐতিহ্যবাহি মোবারেকা এভিনিউ সড়কের সাড়ে দশ লাখ টেকসই ও মূল্যবান ্রাস্তার ইট লুঠ-পাঁচার, ইউপি নির্বাচনে বর্তমান বিএনপি সমর্থীত চেয়ারম্যানের নেতৃত্বে সংরক্ষিত সরকারী বিপুল বাগান সমেত বনভুমি জবর দখল করে রাখা, পাহাড় কাটা, দূর্গম অরণ্যে তার বিশ^স্ত লোকজনের আস্তানা গড়া, ভোট কেন্দ্রে হামলা, ব্যালট বাক্স ছিনতাই, ভোট ডাকাতি ও ফলাফল ছিনতাই ছাড়াও শিলখালী ইউনিয়নে বিএনপি নেতা সাবেক মেম্বার মিয়া হোসন এর বাড়িতে দূর্বৃত্তরা হানা দিয়ে তার স্ত্রীকে হত্যা, মিয়া হোসন মেম্বারকে পঙ্গু ও বসতঘরে লুঠপাট করা হয়। এছাড়া, টইটংয়ের ধান ব্যবসায়ী আবু ছালেক অপহরন নাটকের মাধ্যমে এলাকায় নিরহ লোকজনদের বসতঘরে তল্লাশির নামে শোষন, নির্যাতন হয়রানী, দক্ষিনজুম ভিলিজারপাড়ায় প্রবীন আওয়ামীলীগ নেতা কামাল হোসাইনের বাড়িতে ভিন্ন ওয়ার্ডের চিহ্নিত দূর্বৃত্তদের ভাংচুর, তান্ডব ও লুঠপাট, চাঞ্চল্যকর জারুলবুণিয়া ষ্টেশন ডাকাতি,  আ’লীগ ৬নং ওয়ার্ড সভাপতি মঞ্জুর আলম সওদাগরের বসতঘরে রাতের আঁধারে দূর্বৃত্তদের অগ্নিসংযোগ, লুঠপাট ও পরিবারের সদস্যদের শ্লীলতাহানি, নিবেদীতপ্রাণ দলীয় সমর্থক শুভাকাংখী উত্তরজুমের বেলাল উদ্দিনের বিবাহিত মেয়ে ১সন্তানের জনণী আমেনা বেগমকে শশুর বাড়ির লোকজন কর্তৃক পরিকল্পিত ভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা, সাত সকালে জারুলবুণিয়া ষ্টেশনের সাহাবউদ্দিন সওদাগরের চায়ের দোকানে প্রকাশ্য দিবালোকে স্থানীয় ৬নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ বাদশা মিয়া এমইউপি’র প্রাণনাশ চেষ্টা ও সর্বস্বঃ ছিনিয়ে নেয়া, এলাকায় পরিবার নিয়ে বসবাসরত পেকুয়া উপজেলা বিওজেএ’র সভাপতি সাংবাদিক ছগির আহমদ আজগরীকে চেয়ারম্যানের মদতপূষ্ট সামাজিক বিশৃংখলায় জড়িতদের মিথ্যাচার, হয়রানী মূলক মামলায় জড়ানো, ৩নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন মেম্বারের প্রাণনাশ চেষ্টায় হামলা চালিয়ে হাতের কবজি¦ কেটে নেওয়া, সংরক্ষিত মহিলা আসনের সাবেক মাননীয় সংসদ সদস্য কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া)র’ দায়িত্বপ্রাপ্ত আলহাজ¦ সাফিয়া খাতুন এম.পি’র জারুলবুণিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্টিত মা সমাবেশে চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল হোসাইনের লালিত চক্রের বিশৃংখলা সৃষ্টি সহ আওয়ামীলীগ নেতা মেম্বার মোঃ বাদশা মিয়া এমইউপি’র প্রজেক্ট লুঠপাট দখল চেষ্টা ও আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম মেস্ত্রীর বসতঘরে চিহ্নিত প্রতিপক্ষের দফায় দফায় মল নিক্ষেপ এবং অগ্নিসংযোগ চেষ্টার মতো বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনা সংঘঠিত হয়েছে। ঘঠেছে অনেক ন্যাক্কার জনক ঘটনা। সেই সাথে সংঘঠিত হয়েছে শিলখালী ইউনিয়ন পরিষদ, কমিউনিটি পুলিশ, শিলখালী উচ্চ বিদ্যালয়, ভিজিডি ও অন্যান্য সরকারী সুযোগ সুবিধা নিয়ে শিলখালী ইউপি’র বিএনপি সমর্থীত চেয়ারম্যান মোঃ নুরুল হোসাইনের লাগামহীন স্বজনপ্রীতি, দলীয়করণ, দূর্নীতি, আত্মসাৎ, লুঠপাট সহ লাগামহীন স্বেচ্ছাচারীতা। এছাড়া, গত ১মাসে শিলখালীর দূর্গম হাজি¦র বাপের খোলায় জবাই করে মানিক নামে এক যুবককে পরিকল্পিত হত্যার ঘটনাকে বাঘের আক্রমনে মৃত্যু ও সর্বশেষ গত ১৫মার্চ সকালে কাচারীমুরা এলাকায় পরিষদের ন্যায় বিচার বঞ্চিত নিরহ আলী আহমদ প্রকাশ কালু নামের এক যুবকের প্ররোচিত হত্যার ঘঠনাও। এমনি করে প্রতিনিয়ত ঘঠছে আরো সরব নিরব অপরাধ মূলক কর্মকান্ড। যা দিন দিন সকল শ্রেণী পেশার মানূষের সহ্যের সীমা ছাড়াই নয় উপরন্তু সরকার ও স্থানীয় প্রশাসনের ভাবমুর্তিও করছে ক্ষুন্ন। আর এসব অনাকাংখিত অপরাধ মুলক তৎপরতায় শুধু এলাকার আইন-শৃংখলা পরিস্থিতির অবণতিই নয় সাধারণ মানূষের স্বাভাবিক জিবন যাত্রাকেও করছে মারাত্মক ব্যাহত। আর এসবের নেপথ্যে স্থানীয় শিলখালী ইউপি’র দূর্নীতিবাজ লুঠেরা চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল হোসাইন, তার নিকটাত্মীয় পাড়া-প্রতিবেশী ও দলীয় এবং ব্যক্তিগত পছন্দ অপছন্দের লোকজনই উৎপ্রোত ভাবে জড়িত মন্তব্য করে শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচী বিষ্ময় ও হতাশা প্রকাশ করে প্রশ্ন তুলেন বর্তমান আওয়ামীলীগ সরকারের শাসনামলে তিনি ও তার লোকজন আর কতো অপরাধ অপকর্ম করলে গ্রেপ্তার ও আইনের হাতে সৌপর্দ হবেন? বিবৃতিদাতা শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচী বর্ণিত ঘটনাবলীর সুষ্ট ও নিরপেক্ষ তদন্ত দাবী করে শিলখালীর আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতি ও সর্বস্তরের এলাকাবাসীর দিনের আয় আর রাতের ঘুম নিশ্চিত করতে আশু পদক্ষেপ কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।