১৯ আগস্ট, ২০২৫ | ৪ ভাদ্র, ১৪৩২ | ২৪ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

শিক্ষিত জাতী গঠন করতে হলে সুশিক্ষার দরকার- চেয়ারম্যান রাশেদ

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের ব্যাপক সুযোগ করে দিয়েছে আওয়ামীলীগ সরকার। শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্ধ দেয়ার কারণে জেএসসি, জেডিসি, পিএসসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় জেলার ছোট বড় সব প্রতিষ্ঠান তাদের কাংখিত ফলাফল অর্জন করতে পেরেছে। এজন্য জননেত্রী শেখ হাসিনার অবদান রয়েছে বেশি। সোমবার দুপুরে কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর নতুন অফিস এলাকায় আইডিয়াল পাবলিক স্কুলের শুভ উদ্ভোধন ও বই বিতরণ অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বাড়লেও শিক্ষার হার বাড়েনি। তার জন্য নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠাণ সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। ব্যবসায়ীক মনোভাব পরিহার করে শিক্ষিত জাতী গঠন করতে হলে সুশিক্ষার দরকার দাবী করে তিনি এতদাঞ্চলের কচিকাচা ছেলে মেয়েদের ভবিষ্যত জীবন প্রসারিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
তরুণ কবি নোমান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইডিয়াল পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি এড. এস.এম. জসিম উদ্দিন। শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও স্কুল পতাকা উত্তোলন করে উদ্ভোধনী বক্তব্য রাখেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম। তিনি বলেন, অবহেলিত এই ইউনিয়নের নাম শিল্পনগরী হলেও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কম। যারা অক্লান্ত পরিশ্রম করে এ প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে তিনি তার পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে ১ লক্ষ টাকার অনুদান দেয়ার আশ^াস দেন।
স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক মোহাম্মদ ইমামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে বিশিষ্ট মুরুব্বি আলহাজ¦ মমতাজ আহমদ, শিক্ষানুরাগী ছৈয়দ আলম, চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোছন, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহাজান চৌধুরী, ইউপি মেম্বার যথাক্রমে নুরুল আলম, জসিম উদ্দিন, শাহাব উদ্দিন, আবদু শুক্কুর, মো: ইদ্রীস আজাদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এম. ফিরোজ উদ্দিন খোকা, ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আনম তানজিদ রনি, সাধারণ সম্পাদক ছৈয়দ মোহাম্মদ তামিম ও বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী তাহিয়া রশিদ রুহি বক্তব্য রাখেন। এসময় ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু হেনা বিশাদ, সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিম, পোকখালী ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ বেলাল, মাতামুহরী ছাত্রলীগ আহ্বায়ক মোহাম্মদ ছায়েম, স্কুল পরিচালনা কমিটির সদস্য ফরিদুল ইসলাম, সোহরাব হোছাইন, মো: নাজিম উদ্দিন, আবুল ফয়েজ জুয়েল, তকী রব্বানী, শাখাওয়াত হোসেন রিশাত, রুহুল আমিন, নিয়ামা হোছাইন, মনছুর আলম ভুট্টো, প্রধান শিক্ষক আনোয়ার হোছাইন, সহকারী শিক্ষকদের মধ্যে মঈনুল হাসান লিটন, রেজাউল করিম, আতিকা সোলতানা, সানজিদা সোলতানা, নিলুফা ইয়াছমিন, আবুল হোসেন প্রমুখসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।