৫ অক্টোবর, ২০২৫ | ২০ আশ্বিন, ১৪৩২ | ১২ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

শিক্ষাক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে সরকার


শিক্ষাক্ষেত্রে দেশ এখন অভাবনীয় সাফল্য অর্জন করেছে। আওয়ামীলীগ সরকার শিক্ষাবান্ধব। বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটাল শিক্ষা পদ্ধতি চালু করেছে সরকার। বছরের প্রথম দিনেই ৩৬ হাজারেও অধিক শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্য বই তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রশিদ নগর নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম এসব কথা বলেন।
তিনি বলেন, পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষার পাশাপাশি পরিপূর্ণ মেধা ও মনন গঠনে শিক্ষার্থীদেরকে অবশ্যই খেলাধুলা ও সংস্কৃতিক চর্চায় উদ্ভুদ্ধ করতে হবে। এক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা রাখা দরকার। সকলের সর্বাত্মক সহযোগিতায় রামুকে শিক্ষার নগরী হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াসকে এগিয়ে নিতে হবে।
রশিদ নগর নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ আহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, রশিদ নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমডি শাহ আলম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজল আহাম্মদ বাবুল, নাছিরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মুবিনুর রহমান। সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক হারুনুর রশিদ।
এতে হামিদ হোসেন, বিকাশ শর্মা, গিয়াস উদ্দিন, রেজাউল করিম, সরওয়ার কামাল, জসিম উদ্দিন, মো. মারুফ, জারিয়াতুল মোস্তফা ও ওমর ফারুকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।