১১ সেপ্টেম্বর, ২০২৫ | ২৭ ভাদ্র, ১৪৩২ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

শাহপরীরদ্বীপে ২ লক্ষ ৩০ হাজার টাকা ঋণের চেক বিতরণ

টেকনাফের শাহপরীরদ্বীপ আশ্রায়ণ প্রকল্পের ৩টি বহুমুখী সমবায় সমিতির ১৩ জন সদস্য-সদস্যার মাঝে ক্ষুদ্র ব্যবসার জন্য ২ লক্ষ ৩০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।

২৬ ডিসেম্বর দুপুরে টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ সরকারী কার্যালয়ে আনুষ্টানিকভাবে শাহপরীরদ্বীপ ডাংগর পাড়া আশ্রায়ণ প্রকল্পের ৩টি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ১৩ জন সদস্য-সদস্যার মাঝে ক্ষুদ্র ব্যবসার জন্য ২ লক্ষ ৩০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করেন। সেই সাথে প্রত্যেক ঋণ গ্রহীতাকে ১টি করে কম্বলও দেয়া হয়েছে।

ক্ষুদ্র ব্যবসার জন্য ঋণ গ্রহীতারা হলেন ১নং দলের মাহমুদুল হাসান ২৫ হাজার টাকা, উম্মে খাইর ২০ হাজার টাকা, মদিনা খাতুন ২৫ হাজার টাকা, মোঃ রফিক ২০ হাজার টাকা, নুরুল আমিন ২০ হাজার টাকা, মোট ১ লক্ষ ১০ হাজার টাকা। ২নং দলের মোঃ শরীফ ২৫ হাজার টাকা, মোঃ জুবাইর ২০ হাজার টাকা, দিলদার বেগম ১০ হাজার টাকা, হাজেরা খাতুন ১৫ হাজার টাকা, মোট ৭০ হাজার টাকা। ৩নং দলের হাসিনা বেগম ১০ হাজার টাকা, নুর বেগম ১৫ হাজার টাকা, হাবিয়া খাতুন ১০ হাজার টাকা, ছৈয়দ আকবর ১৫ হাজার টাকা, মোট ৩০ হাজার টাকা ।

টেকনাফ উপজেলা সমবায় অফিসার মোঃ শামসুল আলম কুতুবী, হাই কোর্টের আইনজীবি এড. হেলাল উদ্দিন চৌধুরী, সাবরাং ইউনিয়নের সংরক্ষিত মহিলা নং-৩ শাহপরীরদ্বীপের সাবেক মেম্বার সনজিদা আক্তার, আওয়ামীলীগ নেতা এবিএম আবুল হোসেন রাজু, ছাত্রলীগ নেতা সরওয়ার আলম, সিএস ছৈয়দ হোসেন মামুন, কবির আহমদ, সমবায় কার্যালয়ের মনির আহমদ, মিডিয়াকর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সমিতির সাধারণ সদস্য-সদস্যা এসময় উপস্থিত ছিলেন। ঋণের চেক বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ ও টেকনাফ উপজেলা সমবায় অফিসার মোঃ শামসুল আলম কুতুবী বেকারত্ব দুরীকরণ ও স্বাবলম্বী হওয়ার জন্য প্রদত্ত ক্ষুদ্র ব্যবসার এ টাকা যথাযথ খাতে ব্যয় করে যথাসময়ে পরিশোধ করার আহ্বান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।