৩০ আগস্ট, ২০২৫ | ১৫ ভাদ্র, ১৪৩২ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

শাসরুদ্ধকর ম্যাচে শুভ শক্তি ফুটবল একাদশকে পরাজিত করে বড়ুয়া পাড়া ফুটবল একাদশ বিজয়

received_1831281607130072
কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী সংগঠন ৯০ দশক থেকে আজ পর্যন্ত মানুষের সামাজিক সেবায় নিয়োজিত কেন্দ্রীয় সায়মুন সংসদের অঙ্গ সংগঠন সায়মুন সংসদ এ দল পরিষদের উদ্যোগে আয়োজিত গোল্ডকাপ মিনিবার ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা ২৫ নভেম্বর ২০১৬, রোজ শুক্রবার বিকাল ৩টার সময় আলীর জাঁহাল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা সংলগ্ন বটতলী মাঠে অনুর্ষ্ঠিত হয়। এতে খেলা উদ্বোধন করেন, কেন্দ্রীয় সায়মুন সংসদ কার্যকরী পরিষদের চেয়ারম্যান প্রভাষক নুরুল আবছার সিকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু। প্রধান ক্রীড়া বক্তা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সৈকতের সম্পাদক মাহাবুবুর রহমান, দৈনিক আপনকণ্ঠের সম্পাদক (ভারপ্রাপ্ত) রুহুল আমিন সিকদার, কক্সবাজার পৌরসভার ০৫নং ওয়ার্ডের কাউন্সিলর ছালামত উল্লাহ বাবুল, প্রভাষক জসিম উদ্দিন সভাপতি বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স মাষ্টার্স শিক্ষক সমিতি ও ক্রীড়া সম্পাদক সায়মুন সংসদ। আলীর জাঁহাল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্্্রাসার সভাপতি শাহাব উদ্দিন সিকদার, জেলা ফুটবল ক্রীড়া এসোসিয়েশনের সহ-সভাপতি শাহজাহান আনসারী, কেন্দ্রীয় সায়মুন সংসদ কার্যকরী পরিষদের সহ সভাপতি শামিম পারভেজ, সহ-সভাপতি আহমদ ছফা সিকদার, সহ সাংগঠনিক সম্পাদক জুবারুল ইসলাম, দপ্তর সম্পাদক জহিরুল আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন, সায়মুন সংসদ এ দল পরিষদের সভাপতি মহি উদ্দিন সিকদার। খেলার সার্বিক সহযোগিতায়, শেফায়েত হোসাইন শেফা, এহতেশামুল হক।
উক্ত ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছে পূর্ব বড়–য়া ফুটবল একাদশ বনাম শুভ শক্তি ফুটবল একাদশ। উক্ত শাসরুদ্ধকর ম্যাচে ট্রাইব্রেকারে শুভ শক্তি ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে পূর্ব বড়–য়া ফুটবল একাদশ বিজয় লাভ করেন। খেলা পরিচালনা করেন আহমদ ছফা সিকদার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।