২৯ জানুয়ারি, ২০২৬ | ১৫ মাঘ, ১৪৩২ | ৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

শান্তি প্রতিষ্ঠায় ধর্মের মর্মবাণীকে ধারণ করতে হবে: এমপি কমল

mp-kamal-gita-joggha
কক্সবাজার- ৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, ‘‘মিয়ানমারের আরকান রাজ্যে জাতিগত নীপিড়ন চলছে। ধর্মীয় দৃষ্ঠিকোণ থেকে নয়; বরং মানুষ হিসেবে নির্মম এ অত্যাচারের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ জানাতে হবে। আমরা শান্তি চাই। সকল ধর্মে শান্তির কথা বলা হয়েছে। বলা হয়েছে মানবতার কথা। প্রত্যের ধর্মের মূল মর্মবাণীকে ধারণ করতে হবে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এর কোন বিকল্প নেই’’।

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বশান্তি কামনায় আয়োজিত শ্রীশ্রী গীতাযজ্ঞ ধর্ম মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, আমাদের কাছে খবর আছে মিয়ানমারের ঘটনাকে পূঁজি করে সাম্প্রদায়িকগোষ্ঠী বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার ও রামুতে অপ্রীতিকর ঘটনার জন্ম দিতে চায়। আমরা সম্প্রীতিতে বিশ্বাসী। তাই এখানে কোন বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা মেনে নেওয়া হবে না।

রামু উপজেলা শংকরমঠ ও গীতা প্রচার সংঘের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদযাপন পরিষদের সভাপতি রুপন ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্ম মহাসম্মেলনে আর্শীবাদক ছিলেন চট্টগ্রাম সীতাকুন্ড আর্ন্তজাতিক শংকরমঠ ও মিশনের অধ্যক্ষ আচার্যপাদ পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ মহারাজ।

এতে সংবর্ধিত অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়–য়া, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য প্রতিভা দাশ, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ টিটু চন্দ্র শীল।

রামকুট তীর্থধাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ সিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, রামু উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক তপন মল্লিক। এতে সাংসদের ব্যক্তিগত সহকারী আবু বক্কর ছিদ্দিক, জেলা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি অর্পন বড়–য়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ শর্মা। এর আগে ধর্মীয় পাতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ মহারাজ। জাতীয় পতাকা উত্তোলন করেন রামু উপজেলা শংকরমঠ ও গীতা প্রচার সংঘের সহ সভাপতি মাস্টার সুনীল শর্মা।

এতে আর্ন্তজাতিক শংকরমঠ ও মিশনের প্রাণপুরুষ যোগচার্য পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১০৮তম শুভ আবির্ভাব উৎসব ও আচার্যপাদ পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ মহারাজের ৬১ তম শুভ জন্মোৎসবও পালন করা হয়। হাজারও ভক্ত ও পূজারীদের সমাগমে মুখরিত হয়ে উঠে উৎসব প্রাঙ্গণ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।