![]()
বিশ্বজুড়ে চরম সমালোচিত রাষ্ট্রপ্রধানকে শান্তিতে নোবেল পুরষ্কারে মনোনিত করার খবর শুনে নিশ্চয়ই চমকে উঠছেন অনেকেই।
ডেইলি মেইলের এক খবরে বলা হয়েছে, চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন তালিকায় সর্বোচ্চ অর্থাৎ ৩১৮ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামের তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! গত বছরও তার এই তালিকায় নাম থাকার বিষয়ে গুজব রটেছিল।
গত বৃহস্পতিবার নোবেল ইন্সটিটিউট এই তথ্য প্রকাশ করে।
বিগত ৫০ বছর ধরেই শান্তিতে নোবেল মনোনয়ন তালিকায় উঠে আসা নাম গোপন রাখার নিয়ম চলে আসছে। তবে যারা সংসদ সদস্য, মন্ত্রী, সাবেক নোবেল বিজয়ী এবং কিছু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের নাম প্রস্তাব করেন, তারা চাইলে সেসব ব্যক্তি ও গোষ্ঠীর নাম প্রকাশ করতেও পারেন।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস, মার্কিন গোয়েন্দা নজরদারির গোপন তথ্য ফাঁসকারী এডওয়ার্ড ক্লোডেনসহ আরও অনেকেই রয়েছেন এই তালিকায়।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।