
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের (কসউবি) র্যালী মাতিয়ে দিলো কক্সবাজার শহর। র্যালীর ঢোল, শ্লোগান ও ভেপুর শব্দে মাতোয়ারা হয়ে উঠে চারিদিক।
পুনর্মিলনীর প্রথম অধিবেশন শেষে বেলা ১২টার দিকে র্যালীর আয়োজন করা হয়। র্যালীর উদ্বোন করেন মন্ত্রী পরিষদ সচিব কক্সবাজারের কৃতি সন্তান শফিউল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার কক্সবাজার সদরের চৌফলদন্ডীর সন্তান কসউবির প্রাক্তন ছাত্র হেলাল উদ্দীন। উদ্বোধনের পর র্যালীটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে বাজারঘাটার প্রধান সড়ক হয়ে শহীদ স্মরণী সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ পরিষদ সড়ক দিয়ে র্যালী ফের বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ কসউবির প্রাক্তন ছাত্র আশেক উল্লাহ রফিক। আরো ছিলেন, নঈমুল হক চৌধুরী টুটুল,
র্যালীতে অংশ গ্রহণকারীরা ভেপু বাজিয়ে ‘শত বছরের’ উল্লাস প্রকাশ করেন। এসময় বিদ্যালয় নিয়ে তোলা শ্লোগান, ভেপু আর ঢোলের শব্দে চারিদিক মাতোয়ারা হয়ে উঠে। র্যালীতে তরুণ থেকে করে একেবারে ৫০/৬০ দশকের প্রাক্তন ছাত্র পর্যন্ত অংশ নেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।