১৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৩০ ভাদ্র, ১৪৩২ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

শহরে গুলি বর্ষণ করে ৫ লাখ টাকা ছিনতাই, দু’ব্যবসায়ী গুলিবিদ্ধ

download

 কক্সবাজার শহরে প্রকাশ্যে দিবালোকে গুলি বর্ষন করে দু’মৎস্য ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ ও ছরিকাহত দু’ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ০৫ মে মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের বাজারঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে শহরের ব্যবসায়ীদের মাঝে আতংক সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের সুত্রে জানা যায়, কক্সবাজার পাওয়া হাউসস্থ কক্সবাজার সী ফুডস ফিশারীজ থেকে ৫ লাখ টাকা নিয়ে ৫মে মঙ্গলবার রাত ১০টার দিকে দুই ব্যবসায়ী রতন দাশ (৫৫) ও মো. সাহাব উদ্দিন (৩৫) মাছ কেনার জন্য ব্যাটারী চালিত ই-বাইক(টমটম) নিয়ে শহরের ফিশারীঘাট আসছিল। পথিমধ্যে শহরের বাজার ঘাটাস্থ এনসিসি ব্যাংক’র সামনে পৌছালে মুখোশধারী দুই ছিনতাইকারী মোটরসাইকেল যোগে এসে তাদেরকে এলোপাতাড়ি গুলি ও ছুরিকাঘাত করে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীরা সশস্ত্র অবস্থায় এলোপাতাড়ী গুলি বর্ষণ করায় ভয়ে আশপাশের লোকজন এগিয়ে আসার সাহস করেনি।
প্রত্যক্ষদর্শী লোকজন গুরুতর আহত দুই ব্যবসায়ীকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। গুলিবিদ্ধ রতন দাশ শহরের ঘোনারপাড়ার এলাকার মৃত অভিনাশ দাশের ছেলে ও ছুরিকাহত মো. সাহাব উদ্দিন সদরের খুরুশকুল পেচাঁরঘোনা এলাকার নুরুল হকের ছেলে বলে জানা গেছে।
প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় পুরো শহরে ব্যবসায়ীদের মাঝে আতংকের সৃষ্টি হয়েছে। ইতোপূর্বেও এধরনের আরো বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ছিনতাইকারী কিংবা লুন্ঠিত টাকা উদ্ধারের ব্যর্থ হয়েছে প্রশাসন। শহরে ব্যবসায়ীদের টাকা ছিনতাইয়ের ঘটনায় ফিশারীঘাটসহ আশপাশের ব্যবসায়ীরা ইতোপূর্বে মানববন্ধন ও ধর্মঘট ডেকেও নিস্তার পায়নি।
ব্যবসায়ীরা মনে করেন, সাম্প্রতিক সময়ে শহরের আইনশৃংঙ্খলা পরিস্থিতি হঠাৎ অবনতি ঘটেছে। চুরি, ছিনতাইসহ অপরাধমুলক কাজ বেড়ে যাওয়ায় শহরবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে।

uf

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।