শহরের বাসটার্মিনাল এলাকা থেকে রেজাউল হক (৩০) নামের এক শীর্ষ মানাবপাচারকারী দালালকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরের দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। ধৃত আসামী উপজেলার ডিক্কুল এলাকার আবুল হোসেন এর পুত্র বলে জানা গেছে। এসময় তার কাছে ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে নিয়ে অভিযানে নামে র্যাব।
র্যাব-৭ ক্যাম্পের কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর মো: জিয়াউর রহমান জানান, ধৃত আসামীকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। সর্বশেষ গতরাত সাড়ে ৯টার দিকে উত্তরণে এলাকায় ১টি দেশীয় এলজি ২ রাউন্ড বুলেট ও একটি চুরি উদ্ধার করে। তিনি আরো জানান, ধৃত আসামী রেজাউল হক একজন শীর্ষ মানবপাচারকারী এটা এলাকায় সর্বজন জানে। আসামী রেজাউল হকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
উল্লেখ্য যে, তার বিরুদ্ধে পূর্বে অপহরণ, মানবপাচারসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানান র্যাব।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।