
ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এমানুয়েল ম্যাক্রোঁ।
দেশটির ২৫তম প্রেসিডেন্ট হলেন তিনি। নেপোলিয়নের পর ফ্রান্সের সর্বকনিষ্ঠ শাসক হলেন ৩৯ বছর বয়সি ম্যাক্রোঁ।
ফ্রান্সের সাংবিধানিক পরিষদের প্রেসিডেন্ট লরাঁ ফ্যাবিয়াস নতুন প্রেসিডেন্ট হিসেবে ম্যাক্রোঁর নাম ঘোষণা করেন। এর মধ্য দিয়ে এখন থেকে আগামী পাঁচ বছরের জন্য এলিসি প্রাসাদের অধিপতি হলেন ম্যাক্রোঁ। এর আগে প্রাসাদ ছেড়ে যান বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।
গত সপ্তাহে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৬৬ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল ফ্রন্টের (এনএফ) প্রার্থী মারি লি পেনকে পরাজিত করেন ম্যাক্রোঁ।
গত বছর লা রিপাবলিক এন মার্চে দল গঠন করে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দেন ম্যাক্রোঁ। এ জন্য তিনি ওলাঁদ সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এবং নির্বাচনের প্রস্তুতি নেন।
আগামী মাসে পার্লামেন্ট নির্বাচনে ৫৭৭ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করছে ম্যাক্রোঁর দল।
এদিকে, রয়টার্সের এক খবরে বলা হয়েছে, সোমবারের মধ্যে একজন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবেন ম্যাক্রোঁ এবং মঙ্গলবার নতুন মন্ত্রিসভা গঠন করবেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।