২৫ আগস্ট, ২০২৫ | ১০ ভাদ্র, ১৪৩২ | ১ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

শনিবার কুয়ালালামপুরে ‘বাংলাদেশ গ্লোবাল সামিট’ শুরু

received_1827574990834067
প্রবাসী বাংলাদেশিদের সুযোগ-সুবিধা নিয়ে ‘বাংলাদেশ গ্লোবাল সামিট’ শিরোনামে মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরে দুইদিনব্যাপী এক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
শনিবার থেকে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনের আয়োজন করেছে ইউরোপে প্রবাসীদের অধিকার ও নানা সমস্যা নিয়ে কাজ করা অ-মুনাভোগী সংগঠন ‘অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)।
সম্মেলনের চিফ কো-অর্ডিনেটর মাঈনুল ইসলাম নাসিম জানান, কুয়ালালামপুরের বার্জায়া টাইম স্কয়ার হোটেলে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম ১৯ নভেম্বর শনিবার সকাল ১০টায় দুইদিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করবেন।
তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন বিবিসি বাংলা বিভাগের প্রধান সাবির মুস্তাফা।
ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, পর্যটন, মানবসম্পদ, দক্ষতা উন্নয়ন, নিরাপদ অভিবাসনসহ বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বহুবিধ ইস্যুতে চারটি সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সম্মেলনে।
এছাড়া সম্মেলনের শেষদিন ‘কুয়ালালামপুর ডিক্লেরেশন’ নামে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের জন্য একটি দিক নির্দেশনামূলক ঘোষণাও থাকবে।”
আয়োজকরা জানিয়েছেন, সম্মেলনের সমাপনী অনুষ্ঠান রোববার বিকালে শুরু হবে, যাতে প্রধান অতিথি হিসেবে মালয়েশিয়া সরকারের পর্যটন ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী মোহাম্মদ নাজরি আবদুল আজিজ-এর উপস্থিত থাকার কথা রয়েছে।
গ্লোবাল বাংলাদেশ সামিট-এ যোগ দিতে ইতোমধ্যে বাংলাদেশ থেকেও শীর্ষস্থানীয় কিছু গণমাধ্যম ব্যক্তিত্ব কুয়ালামপুর পৌঁছেছেন।
এরা হলেন- দৈনিক সংবাদ প্রতিদিন’র সম্পাদক আবেদ খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর প্রেসিডেন্ট এবং একুশে টিভি’র সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক এবং নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আহমেদ জুবায়ের, বাংলা ভিশনের হেড অফ নিউজ মোস্তফা ফিরোজ দিপু এবং জ্যেষ্ঠ সাংবাদিক পীর হাবিবুর রহমান এবং মাহমুদ হাফিজ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।