৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

লোহাগাড়ায় ১৯ দিন ব্যাপী ৪৬তম সীরতুন্নবী (সঃ) মাহফিলের শুভ উদ্বোধন করলেন ড. নদভী

11-12-16-1
আশেকে রাসুল (সঃ) অলিকুল শিরোমনি মোজাদ্দেদে মাহফিলে সীরতুন্নবী (সঃ) প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলান হাফেজ আহমদ (রাঃ আঃ) শাহ সাহেব কেবলা চুনতি কর্তৃক প্রবর্তিত ঐতিহ্যবাহী লোহাগাড়ার চুনতি সীরত ময়দানে ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিলের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, উন্নয়নের সফল কান্ডারী, প্রখ্যাত আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এম.পি। চুনতি হাকিমিয়া কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামীর সঞ্চালনায় অনুষ্ঠিত সীরত মাহফিলে উপস্থিত ছিলেন সাতকানিয়ার এস.পি সার্কেল মোঃ মফিজ উদ্দিন, দক্ষিন জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য, বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার কামাল, লোহাগাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছার, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাজাহান পিপিএম (বার), সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিক উদ্দিন, মাহফিল পরিচালনা কমিটি সভাপতি হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, নির্বাহী পরিচালক ইসমাইল মানিক, কমিটির সিনিয়র সদস্য শাহ সাহেব কেবলার দৌহিত্র শাহজাদা আবদুল মালেক মোহাম্মদত ইবনে দিনার নাজাত, সদস্য শাহাজাদা তৈয়বুল হক বেদার, মসিহুল আজম খান ছিদ্দিকি, কাজী আরিফুল ইসলাম। উদ্বোধনী মাহফিলে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, লোহাগাড়া ব্রীক ফিল্ড মালিক সমিতির সভাপতি তরুন শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী, পদুয়া ইউপি চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন, চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এম.ডি জুনাইদ চৌধুরী, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদিন জনু কোম্পানী, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম.এ ওয়াহেদ, আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব মিয়া, সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ নেজাম উদ্দিন, ছদাহা ইউপি চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট, মাষ্টার আবদুল জব্বার, দক্ষিণ জেলা যুবলীগ নেতা নুরুল আলম জিকু, জাতীয় সমাজ কল্যান পরিষদের নির্বাহী সদস্য আরমান বাবু রুমেল, উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ জহির উদ্দিন, সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, সহকারী একান্ত সচিব মোঃ জাহাঙ্গীর আলম, আমিরাবাদ ইউপির ২নং প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ড ইউপি সদস্য এস.এম ইউনুছ, উপজেলা যুবলীগ নেতা মোঃ আবছার উদ্দিন, যুবলীগ নেতা মোঃ নাজিম উদ্দিন, লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সাধারণ সম্পাদক নুরুল আলম কোম্পানী, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজান, একে.এম পারভেজ,, যুবলীগ নেতা সাইফুল হাকিম, যুবলীগ নেতা মোঃ হারুন, কলাউজান ইউপি সদস্য সালাহ উদ্দিন সিকদার, চরম্বা ইউপি সদস্য সৈয়দ হোসেন, ইউপি সদস্য মোঃ সোলেমান, উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন ছুট্টো সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। উদ্বোধনী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এম.পি বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। রাসুল (সঃ) কে মহান রাব্বুল আলেমিন মানবতার কল্যাণের জন্য জগতে প্রেরণ করেছেন। তিনি ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিলের সফলতা কামনা করেছেন। উল্লেখ্য, এর আগে সকাল ১১ টায় সাতকানিয়া-লোহাগাড়ার হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ জনগন গাড়ী বহর নিয়ে সাতকানিয়া কেরানীহাট থেকে তাকে বরণ করে চুনতি সীরত ময়দানে নিয়ে আসেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।