১৫ ডিসেম্বর, ২০২৫ | ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৩ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

লোহাগাড়ায় হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে সম্মাননা প্রদান

রায়হান সিকদার,(লোহাগাড়া): দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষামূলক প্রতিষ্ঠান হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, আলোকিত সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব সামশুল ইসলাম। বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষক-শিক্ষিকার পক্ষ থেকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে সম্মাননা স্মারক একটি ক্রেষ্ট প্রদান করা হয়েছে। শিক্ষায় ও সমাজ সেবায় বিশেষ অবদান স্বরূপ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে এ সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়েছে বলে জানা গেছে। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রবীণ শিক্ষাবিদ ও শিক্ষক নেতা বাবু সুনীল কুমার চৌধুরী, সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কলামিষ্ট মো: হোসেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাজনীতিবিদ ও ব্যবসায়ী মো: ছরওয়ার আক্তার। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী সামশুল ইসলাম উক্ত প্রতিবেদককে জানিয়েছেন, এলাকায় শিক্ষা বিস্তারে ও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য বিদ্যালয়টি নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠা করেছি। এ বিদ্যালয় হতে শিক্ষার্থীরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠুক এটা আমার প্রত্যাশা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক নেতা বাবু সুনীল কুমার চৌধুরী বলেছেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সুনামকে ধরিয়ে রাখতে কাজ করে যাচ্ছে। প্রতি বছরে জেএসসি এবং এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা শতভাগ পাশ করে যাচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।