১২ অক্টোবর, ২০২৫ | ২৭ আশ্বিন, ১৪৩২ | ১৯ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”

লোহাগাড়ার জেএসসি ও জেডিসি পরীক্ষা

received_1818361561755410
লোহাগাড়া উপজেলায় জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিন ১ নভেম্বর শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। এদিন কোন পরীক্ষার্থী বহিস্কার হয়নি বলে জানা গেছে। জেএসসি পরীক্ষায় মূলতঃ ৩টি কেন্দ্র যথাক্রমে দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র, লোহাগাড়া শাহ্পীর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও মোস্তফা বেগম গার্লস্ হাইস্কুল কেন্দ্র। এখানে ৩২টি স্কুলের ৪ হাজার ২’শ ৬০জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৬৩জন। দক্ষিণ সাতকানিয়া গোলামবারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১টি বিদ্যালয়ের ১ হাজার ৫’শ ১৫জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৩৩জন। লোহাগাড়া শাহ্পীর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২টি বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল ১ হাজার ৩’শ ৯৮জন। তন্মধ্যে অনুপস্থিত ছিল ১৭জন। মোস্তফা বেগম গার্লস্ হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্র ৯টি বিদ্যালয়ের ১হাজার ৩’শ ৪৭জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৩জন। অপরদিকে জেডিসি পরীক্ষায় আমিরাবাদ সুফিয়া মাদ্রাসা কেন্দ্র ২৩টি মাদ্রাসার পরীক্ষার্থীর সংখ্যা ১হাজার ৮’শ ৭৬জনের মধ্যে অনুপস্থিত ছিল ৪৬জন। পরীক্ষা চলাকালীন সময়ে সবকেন্দ্রের পরিবেশ শান্ত ছিল। পরীক্ষার দিন বিদ্যালয়ের কেন্দ্রগুলো পরিদর্শন করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জাহান পিপিএম(বার)। অন্যদিকে, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার সমশুল আলমসহ শিক্ষা বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বিদ্যালয় পরিদর্শক আমিরাবাদ গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের নতুন ডিজিটাল অফিস ঘুরে দেখে মুগ্ধ হন। ডিজিটাল অফিস দেখে বিদ্যালয় পরিদর্শক উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি মরহুম আশরাফ আলী চৌধুরীর দৌহিত্র তরুণ ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরী ও প্রধান শিক্ষক মাষ্টার সামশুল আলমসহ বিদ্যালয়ের সকল সদস্য ও শিক্ষক/শিক্ষিকাবৃন্দদেরকে ধন্যবাদ জানান। বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম জানান, বিদ্যালয়ের বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়নে পরিচালনা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে এবং ভবিষ্যতেও বিদ্যালয়ের উন্নয়নের অগ্রযাত্রা আরো অনেক দুর এগিয়ে যাবে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ফোরকান উল্লাহ্ চৌধুরী বলেন, বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে তিনি সর্বাতœক সহযোগিতা দিয়ে যাবেন এবং বিদ্যালয়ের সুনাম রক্ষায় সব সময় কাজ করে যাবেন বলেও তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।