৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

লোহাগাড়ার চুনতিতে গড়ে উঠেছে শাহ সুফি হাফেজা-ফয়েজ হেফজখানা ও এতিমখানা

picsart_1480439125835
দক্ষিণ চট্রগ্রামের লোহাগাড়া উপজেলা পীর আউলিয়ার পুণ্যভূমি হিসেবে পরিচিত। এই উপজেলায় অনেক পীর মাশায়েখ, আলেমেদ্বীন, গবেষক ও বুজুর্গানেদ্বীন জন্ম গ্রহণ করছেন। উপজেলার চুনতি ইউনিয়ন শিক্ষা ক্ষেত্রে অনেক বেশী উন্নত। এই ইউনিয়নের ফরেষ্ট অফিসের পশ্চিম পার্শ্বে মানসম্মত,মনোরম ও সুন্দর পরিবেশে প্রতিষ্টিত হয়েছে শাহ সুফি হাফেজা ফয়েজ হেফজখানা ও এতিমখানা নামের একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্টান। এক তলা বিশিষ্ট ভবন, মাদ্রাসার সামনে খেলার মাঠ, চারদিকে সুন্দর সমারোহ এই শিক্ষা প্রতিষ্টানের জন্য ১ খানি জায়গায় প্রতিষ্টিত।হেফজখানা ও এতিমখানার ভবনের পার্শ্বে দীর্ঘদিন পুর্বে প্রতিষ্টিত হয়েছে শাহ সুফি হাফেজা ফয়েজ এবতেদায়ী মাদ্রাসা নামের আরেকটি প্রতিষ্টান সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এবতেদায়ী মাদ্রাসার জন্য ১ খানি এবং হেফজখানা ও এতিমখানার জন্য ১ খানি মোট ২ খানি জায়গা শিক্ষার উন্নয়নের জন্য জায়গা দান করেছেন চুনতি ফরেষ্ট অফিস সংলগ্ন এলাকার আবুল ফয়েজের গর্বিত সন্তান বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্টান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান,হাফেজা ফয়েজ ফাউন্ডেশনের চেয়ারম্যান,বিশিষ্ট শিক্ষাবীদ, লেখক ও গবেষক প্রফেসর ড.নুরুল আমিন, মাদ্রাসার পরিচালক আলহাজ্ব নুরুল আবছার, নুরুল ইসলাম ও চুনতির সর্বস্তরের পরিচিত মুখ, বিশিষ্ট দানবীর ও নিঃস্বার্থ সমাজসেবক এন.প্রপার্টিজ লিমিটেডের এমডি আলহাজ্ব নুর মোহাম্মদ শহিদুল্লাহ।তারা চারজনই আবুল ফয়েজ ও হাফেজা খাতুনের পুত্র। এলাকায় শিক্ষার উন্নয়নে ও শিক্ষার আলো প্রসারিত করার জন্য তাদের মা-বাবার নামকরণে ২টি প্রতিষ্টান নির্মিত করছেন। ডিসেম্বরে মাদ্রাসার কার্যক্রম শুরু হবে এবং আগামী ১লা জানুয়ারী হতে মাদ্রাসার কার্যক্রম আনুষ্টানিকভাবে উদ্বোধন হবে বলে জানিয়েছেন মাদ্রাসার পরিচালক ও সমাজসেবক আলহাজ্ব নুর মোহাম্মদ শহিদুল্লাহ।তিনি উক্ত প্রতিনিধিকে আরো জানান,আমার এবং পরিবারের স্বপ্ন ছিল হেফজখানা ও এতিমখানা নামের ধর্মীয় শিক্ষা প্রতিষ্টান প্রতিষ্টা করব।মহান আল্লাহ রাব্বুল আলেমীনের অশেষ কৃপায় এলাকায় একটা এবতেদায়ী মাদ্রাসা ও নতুন ভাবে আরেকটি হেফজখানা ও এতিমখানা আমরা প্রতিষ্টা করতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন,এই ধর্মীয় প্রতিষ্টান থেকে এলাকার নতুন নতুন সুমধুর কন্ঠে হাফেজ তৈরী হবে এবং পবিত্র কুরঅানের শিক্ষায় শিক্ষিত হবে। হাফেজা- ফয়েজ হেফজখানা ও এতিমখানার পরিচালক ও নিঃস্বার্থ সমাজসেবক আলহাজ্ব নুর মোহাম্মদ শহিদুল্লাহ লোহাগাড়াবাসীর জনসাধারণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।