
লামায় নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত ও মারধর করার অপরাধে মঙ্গলবার দুপুরে নয়ন ত্রিপুরা (১৮) নামে এক বখাটে যুবককে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মেয়েটি লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। নয়ন ত্রিপুরা লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের গতিরাম পাড়া এলাকার অজাহা ত্রিপুরার ছেলে।
অভিযোগে জানা গেছে, বিগত ৫/৬ মাস ধরে ছেলেটি মেয়েটিকে বিদ্যালয় ও প্রাইভেটে যাওয়ার সময় উত্ত্যক্ত করত। মঙ্গলবার সকালে মেয়েটি বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তায় তাকে প্রেমের প্রস্তাব দেয়। মেয়েটি বখাটের প্রস্তাব গ্রহণ না করায় সে তাকে রাস্তার মধ্যে মারধর করে। তারপর আবার সে প্রেমের প্রস্তাব নিয়ে মেয়েটির বাড়িতে যায় এবং সেখানে মারধর করতে চাইলে এলাকাবাসি যুবকটিকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু মোবাইল কোর্ট আদালতের মাধ্যমে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি, প্রেমের প্রস্তাব ও হাত ধরে টানাটানি করায় দঃবিঃ ১৮৬০ এর ৫০৯ ধারায় বখাটে যুবককে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।