পারভেজ হোসেন নওশাদ;
মহামারী করোনা ভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও চলছে লক ডাউন। লকডাউনে যখন সাধারণ মানুষের সব রকমের আয় বন্ধ টিক সেই মুহূর্তে সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়ালো রামুর সেনানিবাস। দূর্যোগের এই কঠিন পরিস্থিতিতে গ্রামে গ্রামে ছুটে ত্রান বিতরন করতেছে রামুর ক্যান্টন্টমেন্টের সেনারা। রোববার বিকালে রামু উপজেলা খুনিয়া পালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডে,মধ্যম খুনিয়া পালং ও জমিরা কাটা ১৫০ গরিব অসহায় পরিবারকে ত্রান বিতরন করেন। মেজর নুসীন চৌধুরীর নেতৃত্বে অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়।
এসময় মেজর নুসীন চৌধুরী জানান, রামু সেনানিবাসের সেনা সদস্যের রেশমের কিছু অংশের ত্রান গুলো অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। মেজর সাহেব নিজস্ব বুদ্ধিমত্তা ও মানবতার সাথে প্রত্যেক বাসায় বাসায় গিয়ে পরিবারের ব্যাক্তিবর্গের নিকট ত্রান হাতে তুলে দেয়। ত্রান বিতরনের সময় মেজর নুসীন চৌধুরী সবার সমস্যা সম্পর্কে অবগত হয় এবং তাদের লিস্ট ভুক্ত করে হাসি মুখে সবার সাথে সুন্দর ব্যবহারের মাধমে অসহায়দের মন জয় করে নেন।
এই সময় খুনিয়াপালং ইউনিয়নের প্রজন্মলীগের সভাপতি নওশাদ সেনাদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন। রামু সেনানিবাসের এমন মহৎ উদ্যোগে এলাকার অসহায় মানুষের মাঝে হাঁসি ফুটেছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।