৩ নভেম্বর, ২০২৫ | ১৮ কার্তিক, ১৪৩২ | ১১ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

রোহিঙ্গা স্রোতের সাথে সীমান্ত পার হচ্ছে অস্ত্র ও ইয়াবা


বিশেষ প্রতিবেদকঃ মিয়ানমার থেকে আশ্রয়ের জন্য আশা রোহিঙ্গাদের সাথে অস্ত্র ও ইয়াবা আসছে মন্তব্য করে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বাংলাদেশে মানবিক আশ্রয় দিচ্ছে এটা জানতে পেরে মিয়ানমারে আত্মগোপনে থাকা রোহিঙ্গারা গত কয়েকদিন ধরে স্রোতের মতো আসছে। সেই স্রোতের আসছে ইয়াবা ও অস্ত্র। ফলে মানবতার বিনিময়ে এগুলোর মাধ্যমে বাংলাদেশ সামাজিক বিপর্যয় ও সাংঘাতিক প্রতিক্রিয়ায় পড়বে। কাজেই আমরা জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি, মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করুন। আমরা এই বোঝা সহ্য করতে পারছি না। এটি আমাদের অসহ্য হয়ে গেছে। রোহিঙ্গাদের প্রভাব জনজীবনে অত্যন্ত বিপজ্জনক হবে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলোচনা কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, জাতিসংঘ তাদের অঙ্গীকার রক্ষা করেনি। মিয়ানমারে বসনিয়া ভুলের পুনরাবৃত্তি ঘটে গেছে। তাই জাতিসংঘের প্রতি আহ্বান, রোহিঙ্গাদের হয় মিয়ানমারে ফেরত পাঠান, না হয় অন্য কোনও দেশে স্থানান্তরিত করুন।

এর আগে দুপুরে ৪ কোটি ৩২লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য কক্সবাজার সড়ক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ওবায়দু কাদের।

এসময় তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার আদায়ের রাজনৈতিক হাতিয়ার হরতালকে জামায়াত-বিএনপি ভোতা বানিয়েছে। তাই যুদ্ধাপরাধীদের দল আহুত হরতাল জনগণ প্রত্যাখান করেছে। যারা হরতাল ডেকেছে তারা নিজেরাই ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখছে। কোথাও কোন পিকেটার নেই। হরতালের চিহ্ন মাত্র নেই। বিএনপি-জামায়েতরা এখন আদালতের রায়ের বিরুদ্ধেও হরতাল ডাকে বলে মন্তব্য করেন তিনি।

ত্রাণ বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন উভয় সময়ে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দি, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেত্রী ইসমত আরা ইমতু, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়–য়া, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধরণ সম্পাদক মুজিবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।