
উখিয়া প্রতিনিধিঃ
রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার রক্ষা, স্বপ্ন বাস্তবায়ন এবং তাদের কণ্ঠস্বরকে বিশ্বদরবারে জোরালো করার লক্ষ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল অ্যাডভোকেসি সেশন— ইগনাইটিং হোপ: দ্য রোহিঙ্গা ড্রিমস।
বুধবার (২৮ জানুয়ারি) কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প-৩ এর সিআইসি অফিসের দরবার হলে দিনব্যাপী এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভস (CFLI) এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (SDC)-এর অর্থায়নে বাস্তবায়নাধীন ‘রোহিঙ্গা অ্যাডভোকেসি সেন্টার’ (RAC) পাইলট প্রকল্পের আওতায় এই সেশনের আয়োজন করে আমাদের সময়ের প্রতিধ্বনি ফাউন্ডেশন (ASP Foundation)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন RAC-এর প্রকল্প পরিচালক ও ASP Foundation-এর চিফ এক্সিকিউটিভ ব্রিগেডিয়ার জেনারেল মনজুর কাদের (অব.)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্প-০৩-এর ক্যাম্প ইনচার্জ (সিআইসি) জনাব আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনএইচসিআর (UNHCR)-এর প্রতিনিধি ইফতেখার বাইজিদ।
অনুষ্ঠানে দাতা সংস্থার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সেলর (CFLI) জনাব মার্কাস ডেভিস, CFLI কোঅর্ডিনেটর মিস সামেয়া করিম এবং এসডিসি (SDC)-এর প্রোগ্রাম অফিসার জনাব তানবীর উ রহমান।
বক্তারা বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন ও আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে তাদের নিজস্ব কণ্ঠস্বরকে শক্তিশালী করা অপরিহার্য। বিশেষ করে নারী ক্ষমতায়ন ও জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
অ্যাডভোকেসি সেশনে ৫টি ক্যাম্প থেকে আগত ৮০ জন রোহিঙ্গা প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন রোহিঙ্গা মাঝি, ইমাম, শিক্ষক, যুবনেতা ও কিশোরীরা। গ্রুপ আলোচনার মাধ্যমে তারা তাদের দক্ষতা বৃদ্ধি, ভবিষ্যৎ স্বপ্ন এবং ক্যাম্পের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
অংশগ্রহণকারী রোহিঙ্গা প্রতিনিধিরা জানান, রোহিঙ্গা অ্যাডভোকেসি সেন্টার’ (RAC) তাদের আত্মপ্রকাশে সহায়তা করছে এবং তাদের দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
অনুষ্ঠানে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় এনজিও’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেশনের সমাপনীতে রোহিঙ্গা জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মনজুর কাদের (অব.) বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর সুপ্ত প্রতিভা ও স্বপ্নগুলোকে জাগিয়ে তোলাই আমাদের লক্ষ্য। এই অ্যাডভোকেসি সেন্টারের মাধ্যমে আমরা তাদের কণ্ঠস্বরকে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে চাই।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।