
বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির হামলায় আরেক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ সময় হুড়োহুড়িতে আহত হয়েছেন আরো পাঁচ জন। ছ্যুঁড় দিয়ে বিধ্বস্ত করেছে ছয়টি ঝুপড়ি ঘর। শুক্রবার ভোররাতে বালুখালীর মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইয়াকুব আলী (৪৫)। আহতদের উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এর আগে গত ১৪ অক্টোবর উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণে আরো চার রোহিঙ্গা নিহত হন। এছাড়াও সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্প গুলোতে বন্য হাতির আক্রমণে প্র্রায় ১৫ জন নিহত হয়েছে।
উখিয়া থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, শুক্রবার ভোররাতে দুটি বন্য হাতি লোকালয় থেকে কিছুটা দূরের ওই রোহিঙ্গা বসতিতে হামলা চালায়। এ সময় ঘটনাস্থলেই ইয়াকুব আলী মারা যান। হুড়োহুড়ি করে পালাতে গিয়ে আহত হন পাঁচ জন। হাতির আক্রমণে বিধ্বস্ত হয়েছে ছয়টি ঝুপড়ি ঘর।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।