১৪ ডিসেম্বর, ২০২৫ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ২২ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

রোহিঙ্গাদের এনআইডি প্রাপ্তির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এসময় তিনি রেজিস্টার্ড রোহিঙ্গা শিবিরের নিয়ন্ত্রিত প্রশাসনের সাথে বৈঠকে মিলিত হন। ৮ এপ্রিল সকাল ১১টায় কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবিরের ক্যাম্প ইনচার্জ এর অফিস হলরুমে ক্যাম্প অভ্যান্তরে দায়ীত্ব ও কর্তব্যরত বিভিন্ন সেবা সংস্থা এবং এনজিও প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। ক্যাম্প ইনচার্জ মোঃবদরদৌজ্জা এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া শিবির এর শিক্ষা, সাস্থ্য,খাদ্য,পুষ্টি, ত্রাণ কার্যক্রম ও আইনশৃঙ্খলা বিষয়ে খোঁজ খবর নেন। পরে শিবিরে নিয়োজিত বিভিন্ন সেবা প্রতিষ্ঠান ঘুরে -ঘুরে দেখেন। সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বলেন,রেজিস্টার্ড ৩৪ হাজার রোহিঙ্গাদের শিক্ষা, সাস্থ্য,খাদ্য, আবাস ও নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সেবা দিয়ে যাবে সরকার। রেজিস্টার্ড ও আন -রেজিস্টার্ড রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে না যাওয়া পর্যন্ত সার্বিক বিষয়ে সরকার ইতিবাচক সহযোগিতায় পাশে থাকবে। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন,যেসব রোহিঙ্গা কৌশলে এদেশের জাতীয় পরিচয় পত্র হাতে পেয়েছে এবং জায়গা -জমি ক্রয় করে বসবাস করছে,তাদের বিষয়ে খোঁজ -খবর নেওয়া হবে। এসবের সাথে জড়িত রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ কামাল, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইন উদ্দিন, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের সহ প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের দায়ীত্বরত কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।