১ নভেম্বর, ২০২৫ | ১৬ কার্তিক, ১৪৩২ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

রোহিঙ্গাদের ইউকে-এর ত্রাণ বিতরণ, নলকূপ স্থাপন, স্যানিটেশন চিকিৎসা সেবা প্রদান

হুমায়ূন রশিদ,(টেকনাফ): যুক্তরাজ্য ভিত্তিক আর্তমানবতার সেবাই নিয়োজিত সংগঠন আওয়ার চ্যারেটি (ইউকে)-এর উদ্যোগে উখিয়া ও টেকনাফে নির্যাতিত রোহিঙ্গাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ,নলকূপ স্থাপন, স্যনিটেশন, চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
জানা যায়,৭ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত আওয়ার চ্যারেটি (ইউকে) এর চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান বিপ্লবীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল উখিয়া ও টেকনাফে আগমন করেন। উক্ত প্রতিনিধি দলে ছিলেন আওয়ার চ্যারেটির ডাইরেক্টর আলহাজ্ব ফজুল উদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী, মাষ্টার আবুল হোছাইন হেলালী, আবু তালহা সোয়াইব, শাহ আলম প্রমূখ। ত্রাণ বিতরণ পূর্বক সংক্ষিপ্ত সমাবেশ সমূহে আওয়ার চ্যারেটির (ইউকে)-এর চেয়ারম্যান বলেন, মিয়ানমারে রাষ্ট্রীয়ভাবে নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিপীড়িত রোহিঙ্গাদের পাশে এসে দাঁড়ানোর জন্য বিশ্বমুসলিমদের প্রতি উদাত্ত আহবান জানান। তাছাড়া মিয়ানমার সরকারের এহেন ঘৃণ্য কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে রোহিঙ্গাদের নাগরিকত্বসহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করে স্বদেশে ফেরৎ নিতে ব্যবস্থা গ্রহনের জন্য মিয়ানমার সরকারের প্রতি জোরদাবী জানান। উক্ত প্রতিনিধি দল উখিয়ার কুতুপালং, ঘুমধুম, বালুখালী, থাইংখালী, পালংখালীসহ টেকনাফের রইক্ষং, লেদা, মুচনি ও নয়াপাড়ায় মিয়ানমার হতে নির্যাতনের শিকার হয়ে আসা নিঃস্ব রোহিঙ্গাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ, নলকূপ স্থাপন, স্যানিটেশন, চিকিৎসা সেবা প্রদান করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।