৩০ আগস্ট, ২০২৫ | ১৫ ভাদ্র, ১৪৩২ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

রোনালদোর আয় দিনে ৫ কোটি টাকা!

tmp_9879-file-7-1170398355

একজন ব্যাক্তির মাসিক কত আয় করতে পারেন? মাসের কথা বাদ। সপ্তাহে কিংবা দিনে কত আয় করতে পারেন? শুনলে চোখ কপালে উঠে যাবে, রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দৈনিক আয়ের পরিমাণ শুনলে। ২০১৫ সালজুড়ে যা আয় করেছেন তিনি সে হিসেব প্রকাশ করেছেন রোনালদো। তাতেই দেখা যাচ্ছে, প্রতিদিন তার আয় প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকা।

হঠাৎ করেই ক্রিশ্চিয়ানো রোনালদোর বিপক্ষে উঠলো ব্যাপক কর ফাঁকির অভিযোগ। ইউরোপের ১২টি সংবাদপত্র গোষ্ঠীর মিলিত সংস্থা একযোগে অনুসন্ধান করে কয়েকদিন আগেই জানিয়েছিল, রোনালদোসহ বিশ্ব ফুটবলের বেশ কিছু তারকা মোটা অর্থের আয়কর ফাঁকি দিয়েছেন। অভিযোগকারীদের দাবি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে অফশোর কোম্পানিকে দেখিয়ে বড় ধরনের ট্যাক্স ফাঁকি দিয়েছেন রোনালদো।

কিন্তু অভিযোগ উড়িয়ে দিয়ে পর্তুগিজ তারকা গত বছর (২০১৫ সালে) তার আয়া-ব্যায়ের সম্পূর্ণ হিসেব প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে ২০১৫ সালে সব মিলিয়ে ১৯১ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড (প্রায় ২ হাজার কোটি টাকা) আয় করেছেন তিনি। অধ্যাৎ প্রতিদিন তার আয় ৫ লক্ষ ২৩ হাজার ব্রিটিশ পাউন্ড (প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকা)।

রোনালদোর পক্ষে তার ম্যানেজমেন্ট কোম্পানি জেস্টিফিউট সম্পূর্ণ তথ্যাদি নিয়ে আসে সবার সামনে। জেস্টিফিউট মূলত রোনালদোর বন্ধু এবং এজেন্ট হোর্হে মেন্ডেসের নিজস্ব কোম্পানি। ৩১ বছর বয়সী এই ফুটবলার স্পেনে আয় করেছেন ১৯.৮ মিলিয়ন পাউন্ড। আর স্পেনের বাইরে আয় করেছেন ১৭১ মিলিয়ন পাউন্ড।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।