২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

রোনালদোর আয় দিনে ৫ কোটি টাকা!

tmp_9879-file-7-1170398355

একজন ব্যাক্তির মাসিক কত আয় করতে পারেন? মাসের কথা বাদ। সপ্তাহে কিংবা দিনে কত আয় করতে পারেন? শুনলে চোখ কপালে উঠে যাবে, রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দৈনিক আয়ের পরিমাণ শুনলে। ২০১৫ সালজুড়ে যা আয় করেছেন তিনি সে হিসেব প্রকাশ করেছেন রোনালদো। তাতেই দেখা যাচ্ছে, প্রতিদিন তার আয় প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকা।

হঠাৎ করেই ক্রিশ্চিয়ানো রোনালদোর বিপক্ষে উঠলো ব্যাপক কর ফাঁকির অভিযোগ। ইউরোপের ১২টি সংবাদপত্র গোষ্ঠীর মিলিত সংস্থা একযোগে অনুসন্ধান করে কয়েকদিন আগেই জানিয়েছিল, রোনালদোসহ বিশ্ব ফুটবলের বেশ কিছু তারকা মোটা অর্থের আয়কর ফাঁকি দিয়েছেন। অভিযোগকারীদের দাবি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে অফশোর কোম্পানিকে দেখিয়ে বড় ধরনের ট্যাক্স ফাঁকি দিয়েছেন রোনালদো।

কিন্তু অভিযোগ উড়িয়ে দিয়ে পর্তুগিজ তারকা গত বছর (২০১৫ সালে) তার আয়া-ব্যায়ের সম্পূর্ণ হিসেব প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে ২০১৫ সালে সব মিলিয়ে ১৯১ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড (প্রায় ২ হাজার কোটি টাকা) আয় করেছেন তিনি। অধ্যাৎ প্রতিদিন তার আয় ৫ লক্ষ ২৩ হাজার ব্রিটিশ পাউন্ড (প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকা)।

রোনালদোর পক্ষে তার ম্যানেজমেন্ট কোম্পানি জেস্টিফিউট সম্পূর্ণ তথ্যাদি নিয়ে আসে সবার সামনে। জেস্টিফিউট মূলত রোনালদোর বন্ধু এবং এজেন্ট হোর্হে মেন্ডেসের নিজস্ব কোম্পানি। ৩১ বছর বয়সী এই ফুটবলার স্পেনে আয় করেছেন ১৯.৮ মিলিয়ন পাউন্ড। আর স্পেনের বাইরে আয় করেছেন ১৭১ মিলিয়ন পাউন্ড।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।