৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

এমপি কমল ও সোনালী অতীত ফুটবল ক্লাবের শোক

রামু সংস্কৃতিকর্মী-ক্রীড়াবিদ পুলক বড়ুয়ার মায়ের পরলোক গমন

নিজস্ব প্রতিবেদক, রামু
রামুর সংস্কৃতি কর্মী ও ক্রীড়া সংগঠক পুলক বড়ুয়ার মা সবিতা বড়ুয়া পরলোক গমন করেছেন। বুধবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে মারা যান।
সবিতা বড়ুয়া রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া গ্রামের প্রয়াত বিন্দুসার বড়ুয়ার স্ত্রী। প্রয়াত কৃষি ব্যাংক কর্মকর্তা অলক বড়ুয়া, কক্সবাজার এলজিইডি কর্মকর্তা তিলক বড়ুয়া, রামুর সংস্কৃতি কর্মী ও ক্রীড়া সংগঠক পুলক বড়ুয়া, ফতেখাঁরকুল ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সুলক বড়ুয়ার মাতা।
তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি তিন ছেলে, তিন মেয়ে, নাতিনাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ২টা ধর্মীয়দেশনা শেষে, বিকাল সাড়ে ৩ টায় রামু জাদীপাড়া বৌদ্ধ কেন্দ্রীয় শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
কক্সবাজার এলজিইডি কর্মকর্তা তিলক বড়ুয়া ও সংস্কৃতি কর্মী রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক পুলক বড়ুয়ার মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ৃয়া বুলু, সহ-সভাপতি কিশোর বড়ুয়া, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি পলক বড়ুয়া, সাধারন সম্পাদক খালেদ শহীদ, সহ-সভাপতি মো. নবু আলম, বিমল বড়ুয়া, ইঞ্জি: তরুন বড়ুয়া, সুশান্ত পাল বাচ্চু, সজল বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জিটু বড়ুয়া ও রুহুল আমিন রকি, অর্থ সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক,  ক্রীড়া সম্পাদক  সুপন বড়ুয়া শিপন, দপ্তর সম্পাদক ফরিদুল আলম, আপ্যায়ন সম্পাদক প্রকাশ সিকদার, প্রচার সম্পাদক ওমর ফারুক মাসুম, কার্য নিবাহী সদস্য দেবপ্রসাদ বড়ুয়া টিপু, আবছার কামাল, দুলাল বড়ুয়া, তরুপ বড়ুয়া, রাজু বড়ুয়া, রিটু বড়ুয়া, সুকুমার বড়ুয়া বুলু, বিপুল বড়ুয়া আব্বু, রূপায়ন বড়ুয়া, বিকাশ বড়ুয়া বিভাষ, চম্পক বড়ুয়া সহ রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্যরা।
রামুর সংস্কৃতি কর্মী ও ক্রীড়া সংগঠক পুলক বড়ুয়ার মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।