২৪ আগস্ট, ২০২৫ | ৯ ভাদ্র, ১৪৩২ | ২৯ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

রামুর বৌদ্ধ মন্দির পরিদর্শনে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রতিনিধি দল

Bicar poti

কক্সবাজারের পর্যটন উপ-শহর রামু পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৮ বিচারপতি। সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার উত্তর মিঠাছড়ির বিমুক্তি বিদর্শনা ভাবনা কেন্দ্রে নির্মিত দেশের সর্ববৃহৎ সিংহ শয্যা গৌতম বুদ্ধমূর্তি পরিদর্শন করেন সুপ্রিম কোর্টের এ আট বিচারপতি।
বিচারপতি এ,এফ,এম আবদুর রহমের নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের মধ্যে এ প্রতিনিধি দলে ছিলেন বিচারপতি জিনাত আরা, মো. আশফাকুল ইসলাম, গোবিন্দ্র চন্দ্র ঠাকুর, শেখ হাসান আরিফ, ভবানী প্রসাদ সিংহ, মো. আকরাম হোসেন চৌধুরী ও মো. জামাল ইসলাম।
সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে পৌঁছুলে তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক কক্সবাজার বার্তা নির্বাহী সম্পাদক দুলাল বড়–য়া, বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিপন বড়–য়া।
দৃষ্টিনন্দন সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ঘুরে ঘুরে দেখেন বিচারপতিরা। এ সময় ৮ সদস্যের বিচারপতি প্রতিনিধি দল বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত করুণাশ্রী থেরর সাথে কুশল বিনিময় করেন।
এর আগে ৮ সদস্যের বিচারপতির প্রতিনিধি দলটি রামকুট জগতজ্যোতি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছুলে তাঁদেরকে অভ্যর্থনা জানানো হয়। সেখানে তারা বেশ কিছুক্ষণ সময় কাটান। পরে উপজেলার ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিহারের পরিচালক কে.শ্রী জ্যোতিসেন থেরর সাথেও কুশল বিনিময় করেন বিচারপতি প্রতিনিধিদল। ঐতিহাসিক এ তীর্থ স্থান পরিদর্শন শেষে জগতজ্যোতি ওয়েল ফেয়ার হোমও পরিদর্শন করেন দেশের শীর্ষ বিচারপতিরা।
এ সময় রামু সহকারী কমিশনার (ভূমি) মো. মাহাবুবুল করিম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমরুল কায়েস, শিক্ষানুরাগী প্রসূন বড়–য়াসহ সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।