১৫ অক্টোবর, ২০২৫ | ৩০ আশ্বিন, ১৪৩২ | ২২ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

রামুর বৌদ্ধ মন্দির পরিদর্শনে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রতিনিধি দল

Bicar poti

কক্সবাজারের পর্যটন উপ-শহর রামু পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৮ বিচারপতি। সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার উত্তর মিঠাছড়ির বিমুক্তি বিদর্শনা ভাবনা কেন্দ্রে নির্মিত দেশের সর্ববৃহৎ সিংহ শয্যা গৌতম বুদ্ধমূর্তি পরিদর্শন করেন সুপ্রিম কোর্টের এ আট বিচারপতি।
বিচারপতি এ,এফ,এম আবদুর রহমের নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের মধ্যে এ প্রতিনিধি দলে ছিলেন বিচারপতি জিনাত আরা, মো. আশফাকুল ইসলাম, গোবিন্দ্র চন্দ্র ঠাকুর, শেখ হাসান আরিফ, ভবানী প্রসাদ সিংহ, মো. আকরাম হোসেন চৌধুরী ও মো. জামাল ইসলাম।
সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে পৌঁছুলে তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক কক্সবাজার বার্তা নির্বাহী সম্পাদক দুলাল বড়–য়া, বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিপন বড়–য়া।
দৃষ্টিনন্দন সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ঘুরে ঘুরে দেখেন বিচারপতিরা। এ সময় ৮ সদস্যের বিচারপতি প্রতিনিধি দল বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত করুণাশ্রী থেরর সাথে কুশল বিনিময় করেন।
এর আগে ৮ সদস্যের বিচারপতির প্রতিনিধি দলটি রামকুট জগতজ্যোতি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছুলে তাঁদেরকে অভ্যর্থনা জানানো হয়। সেখানে তারা বেশ কিছুক্ষণ সময় কাটান। পরে উপজেলার ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিহারের পরিচালক কে.শ্রী জ্যোতিসেন থেরর সাথেও কুশল বিনিময় করেন বিচারপতি প্রতিনিধিদল। ঐতিহাসিক এ তীর্থ স্থান পরিদর্শন শেষে জগতজ্যোতি ওয়েল ফেয়ার হোমও পরিদর্শন করেন দেশের শীর্ষ বিচারপতিরা।
এ সময় রামু সহকারী কমিশনার (ভূমি) মো. মাহাবুবুল করিম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমরুল কায়েস, শিক্ষানুরাগী প্রসূন বড়–য়াসহ সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।