
বার্তা পরিবেশকঃ
কক্সবাজারের রামু থানার ধোয়া পালং এক পোল্ট্রি ব্যবসায়ীকে অপহরণ ও নির্যাতন চালিয়েছে একদল দুর্বৃত্ত। এসময় ব্যবসায়ীর ৩ লক্ষাধিক টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, বুধবার রাত পৌনে ১২টার দিকে কোটবাজারস্হ খদিজা পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন সেন্টারের মালিক মোবারক হোছাইন ব্যবসায়িক কাজ শেষ নিজস্ব মোটর সাইকেলযোগে খুনিয়াপালং ইউনিয়নের ধোয়া পালংস্থ নিজের বাড়িতে ফেরার পথে ওৎপেতে থাকা অপহরণকারী রবিউল আলম, জাহাঙ্গীর, জালাল, মকতুল হোসেন, রফিক, জয়নাল, হামিদুল্লাহর নেতৃত্বে নয়াপাড়া স্পীড ব্রেকারের সামনে মোটর সাইকেলের গতিরোধ করে। এসময় দুর্বৃত্তরা ‘তুকে অপহরণ করে নিতে বলছে’- বলে তাকে মারধর শুরু করে। একপর্যায়ে মোটর সাইকেল থেকে নামিয়ে অপহরনকারীরা জোরপুর্বক আমানত উল্লাহর চালিত ইজিবাইকে তুলে নেয়৷ এরপর অপহরনকারীরা দ্রুত তাকে নিয়ে পাহাড়ে অজ্ঞাত স্হানে নিয়ে যায়। সেখানে তার পকেটে থাকা মুরগি ব্যবসার ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে আরো ৫লক্ষ টাকা পরিবার থেকে এনে দিয়ে মুক্তি দিবে বলে আবারো মারধর করতে থাকে। ইতিমধ্যে অপহরনের খবর জানাজানি হলে অপহৃত ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে পুলিশের ৯৯৯ এ কল করে। খবর পেয়ে হিমছড়ি পুলিশ ফাঁড়ির এসআই রওয়ানা দেয়। পুলিশ আসার খবরে অপহরনকারীরা অপহৃত ব্যবসায়ী মোবারককে দ্রুত ধোয়া পালং ঘোনার পাড়া রেখে পালিয়ে যায়।
হিমছড়ি ফাঁড়ির এস.আই শেখ ছবুরের নেতৃত্বে পুলিশ সেখান থেকে আহত অবস্হায় অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে।পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের ডাক্তার তাকে ভর্তি করায়। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল থেকে রিলিজ সাপেক্ষে এ বিষয়ে তিনি মামলা দায়ের করবেন বলে জানান।##
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।