২৫ আগস্ট, ২০২৫ | ১০ ভাদ্র, ১৪৩২ | ১ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

রামুর দূর্ঘটনায় হতাহতদের উদ্ধারে সাহসিকতার অারেক নাম মো.শাহীন


কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরে রবিবার ( ১১ ডিসেম্বর) বিকাল ২টায় রামু উপজেলার রশিদনগরে চট্রগ্রাম – কক্সবাজা মহাসড়কে যাত্রী বাস দূর্ঘটনায় নিহত হয়েছেন মহিলাসহ ৪জন, অাহত হয়েছেন শিশুসহ অন্তত ৩০জন। এ দূর্ঘনায় হতাহতদের মানবিক টানে সাহসিকতার সাথে উদ্ধার অভিযানে অংশ নিয়ে দৃষ্টান্ত রেখেছেন রামু উপজেলার রশিদনগর ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন নামে এক যুবক। দূর্ঘটনার খবরে রামু সেনানিবাস, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে রামু থানা পুলিশ, রামু ( তুলাবাগান) হাইওয়ে পুলিশ ওসি অাবুল কালামের নেতৃত্ব ও নিজে উদ্ধার অভিযানে অংশগ্রহণ, রামু ( বিজিবি) ৫০ ব্যাটেলিয়ন ,অানসার,ফায়ার সার্ভিস দলসহ অাইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী অংশ নেন। কিন্তু প্রশাসন ছাড়া এলাকার স্থানীয় পুলিশ বিভাগে কর্মরত শের অালী ও মোহাম্মদ শাহীনের মত যুবকেরা উদ্ধারে অংশ নিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন। সামাজিক জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেচবুকে তাদের এ উদ্ধার অভিযানের কিছু ছবি অাপলোড হলে কিছুক্ষণের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। এ দিকে তাদের এ ধরণের মানবিক সাহসিক কর্মকান্ডের প্রশংসা করেন স্থানীয় বিভিন্ন স্তরের মানুষ।

 
উল্লেখ্য: চট্রগ্রাম ডিবি পুলিশে কর্মরত শের অালী ( শিশু কোলে) ও তার পাশে (সাদা টি শার্ট) পরিহিত অাহতদের উদ্ধাররে মোহাম্মদ শাহীনকে কান্নায় বিচলিত অবস্থায় উদ্ধার অভিযানে দেখা গেছে।তাদের দুজনের অাহতের উদ্ধার চেষ্টা ও কান্না দেখে অনেকে কেদেঁছেন।
রামু উপজেলায় তাদের মত সাহসিক যুবকের ( শের ও শাহীন ) জন্ম হওয়ায় গর্ববোধ করেন উপজেলাবাসী। তারা দুজন বুঝিয়ে দিলো জনগণের বন্ধু হিসেবে পরিচিত পুলিশ ও রাজনৈতিক ব্যক্তিরা সমাজের মানুষের জন্য নিয়োজিত রয়েছেন। তারা অাবারো এটাই প্রমাণ হলো মানুষ মানুষের জন্য। ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে সাধারণ মানুষের সেবা করায় পরম ধর্ম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।