৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ | ৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

রামুর খুনিয়া পালংয়ে কালভার্টের অভাবে বর্ষাকালে জনজীবন বিছিন্ন ৫০ পরিবারের!

পারভেজ হোসেন নোওসাদ : বিশেষ প্রতিনিধি

রামু উপজেলার অন্তর্গত খুনিয়া পালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের তুলাবাগান। তুলাবাগান পুলিশ ফাড়ি পাড়ায় নেই কোনো কালবাট বা ব্রিজ। অথচ ঐ গ্রামে রয়েছে ৫০ টি পরিবার।তারা জানায় বর্ষাকালে ছোট্ট একটি কালভার্টের অভাবে একদম অব্যাবহার যোগ্য হয়ে যায় জন চলাচলের রাস্তাটি। খুনিয়া পালং ইউনিয়নের প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জানায় প্রায় ৫ বছর ধরে তারা অনেক কষ্ট করে চলাফেরা করতেছে। তিনি বলেন তার উদ্যাগে ২,৩ বার সাঁকোটি টিক করলেও পাশ্ববর্তী কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। উক্ত সমস্যা নিয়ে তিনি মেম্বরদের সাথে আলোচনা করলে মেম্বার বলেন সেনারা এই যায়গা নিয়ে যাবে বলে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তিনি অত্যন্ত দুঃখের সাথে জানায় কিছু অসাধু মানুষ বেপরোয়াভাবে গাড়ি পারাপার করে সাঁকোটি ভেঙ্গে দেয়। এলাকার জাফর আলম মুন্সির পরিবার ও সোলতান আহমেদ এবং আবছার মিয়ার পরিবার জানায় এমতাবস্থায় চেয়ারম্যান ও মেম্বারের সাহায্য ছাড়া রাস্তা দিয়ে বর্ষাকালে চলাচল করা বন্ধ হয়ে যাবে। এলাকাবাসীর দাবি ৬’১০ ফুটের তাদের একটা ব্রিজ। এই কাজে মেম্বার চেয়ারম্যানরা এগিয়ে এলে এলাকাবাসী ও আর্থিকভাবে সহযোগিতা করবেন বলে জানায়।

প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বলেন বর্ষাকালে তাদের চলাচল থেকে শুরু করে বাচ্চাদের স্কুল যাওয়া পর্যন্ত অনিশ্চিত হয়ে যাই। এলাকাবাসি এই সমস্যা থেকে দ্রুত পরিত্রাণ পেতে চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।