১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের

রামুতে সাংসদের হাতে প্রহৃত বিএনপি নেতা

Mp kamol pic

রামুর গর্জনীয়ায় এমপি সাইমুম সরওয়ার কমলের হাতে প্রহৃত হয়েছেন জিল্লু চৌধুরী নামের এক বিএনপি নেতা। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় গর্জনীয়ার বটতলী বাজারে এ ঘটনা ঘটে। ওই সময় জিল্লু চৌধুরী বিএনপির সাবেক এমপি লুৎফুর রহমান কাজলের পক্ষে এলাকায় ত্রাণ বিতরণ করছিলেন।

রামু উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ছৈয়দ মো: আবদুস শুকুর জানান, উপজেলা বিএনপির সদস্য সচিব ও গর্জনীয়া ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মওলা চৌধুরীকে নিয়ে রবিবার সারাদিন গর্জনীয়াকচ্ছপিয়া এলাকায় ত্রাণ বিতরণ করেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিল্লু চৌধুরী। তারা বিএনপির সাবেক এমপি লুৎফুর রহমান কাজলের পক্ষে এলাকায় ত্রাণ বিতরণ করে ইফতার করার জন্য গোলাম মওলা চৌধুরীর প্রাইভেট কারে করে বাজারে যাচ্ছিলেন। তাদের পেছনে ছিল ত্রাণবাহী একটি জিপও। পথিমধ্যে তারা সরকার দলীয় এমপি সাইমুম সরওয়ার কমলের গাড়ি বহরের মুখোমুখি হয়। এসময় তারা প্রাইভেট কারটিসহ ত্রাণবাহী গাড়িটি রাস্তার একপাশে রেখে সাংসদের গাড়িবহরের জন্য রাস্তা ছেড়ে দেন। সাংসদ কমল রাস্তা অতিক্রম করে কিছুদূর যাওয়ার পর গাড়ি থামিয়ে জিল্লু চৌধুরীকে ডেকে পাঠান। সাংসদের আহবানে সাড়া দিয়ে জিল্লু চৌধুরী কাছে গেলে কিছু বুঝে ওঠার আগেই তাকে কিলঘুষি মারতে থাকেন সাংসদ কমল। এসময় তার দেখাদেখি কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আমিনসহ সাংসদের অন্যান্য সহযোগীরাও তাকে বেধড়ক মারধর করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সাংসদ তার গাড়ি বহর নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার শিকার বিএনপি নেতা জিল্লু চৌধুরী জানান, এক সময় তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। প্রায় ৭ মাস আগে তিনি বিএনপিতে যোগ দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সাংসদ কমল এমন ঘটনা ঘটিয়েছেন বলে মনে করেন তিনি।

এদিকে ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন রামু উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ। অপরদিকে ঘটনার ব্যাপারে জানতে সাংসদ কমলের মোবাইলে বার বার ফোন করা হলেও তিনি কল রিসিভ না করে লাইন কেটে দেয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।