
বিশেষ প্রতিবেদক:
সারাদেশের ন্যায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে রামু থানা পুলিশ। রোববার উপজেলা বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে মাদক তৈরীর আস্তানা ধ্বংস, ইয়াবা ও গাঁজাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। ওই সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা ও ৫৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রামু থানা দায়িত্বরত (ওসি/তদন্ত) মিজানুর রহমান জানান, প্রতিদিনের মতো গতকালও রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম লিয়াকত আলীর নেতুত্বে একদল পুলিশ উপজেলার ঈদগড়,রাজারকুল,শিকলঘাটা ও রামু চা বাগান এলাকায় বিশেষ অভিযান চালায়।
ওই সময় মাদক তৈরীর আস্তান গুড়িয়ে দেয়া হয়। এবং ইয়াবা ও গাঁজাসহ ৫ জনকে আটক করা হয়।
তিনি আর ও বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে প্রতিরাত্রে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। তিনি সহসায় মাদক বিরোধী অভিযানে ব্যাপক সফলতা হবে বলে আশা প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেছেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।