২৫ আগস্ট, ২০২৫ | ১০ ভাদ্র, ১৪৩২ | ১ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

রামুতে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

কক্সবাজারের রামুতে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি কক্সবাজার জেলা শাখার উদ্যোগে বুধবার (২১ অক্টোবর) সকাল ১০ টায় রামু চৌমুহনী স্টেশন চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের জেলা সভাপতি মৌলানা রুহুল আমিন, সাধারণ সম্পাদক মৌলানা মো. মহসীন, সাংগঠনিক সম্পাদক মৌলানা সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে দাবি বাস্তবায়নের দাবিতে স্বারকলিপি দেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি কক্সবাজার শাখার নেতৃবৃন্দ।

মানববন্ধনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি সাঈদ আহমদ তারেক, অর্থ সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, পেকুয়া উজানটিয়া শাহ মজিদিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মাহমুদুল করিমসহ শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জেলা শাখার সদস্য মিজানুর রহমান সমাবেশ সঞ্চালনা করেন। মানববন্ধন ও সমাবেশে কক্সবাজারের ৮টি উপজেলার শতাধিক ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন- শিক্ষা মন্ত্রণালয়ের বিধি মোতাবেক পরিচালিত ইবতেদায়ী মাদ্রাসাসমূহে প্রাথমিক বিদ্যালয়ের মতো সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সরকারি সিলেবাসে শিক্ষার্থীদের পাঠদান করা হয় এবং ইবতেদায়ী ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ নেয়। এরপরও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা চরম বৈষ্যম্যের শিকার হচ্ছে। ২০১৮ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট ও অনশন চলাকালে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব শিক্ষকদের দাবি মেনে নিয়ে চাকরি জাতীয়করণের আশ্বাস দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। তাই বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা এখন ইবতেদায়ী শিক্ষকদের প্রাণের দাবি। এ দাবি বাস্তবায়নে শিক্ষকরা প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলন-কর্মসূচি ঘোষনা করবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।