চীনের সাংহাই প্রদেশের রাজধানী জিয়ানে চলতি মাসের ২০ থেকে ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে ফুটবল টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টে অংশ নিতে আজ বুধবার রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ জাতীয় নারী ফুটবল দল। অন্যান্যবারের মতো এবারও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন।
চীনের অনূর্ধ্ব ১৪ জাতীয় নারী ফুটবল দলের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা ৪টি ম্যাচ খেলবে। ২১ তারিখ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। এটা অবশ্য কোনো ফুটবল ফেস্টিভ্যাল নয়। এখানকার প্রতিটি ম্যাচের ব্যপ্তি হবে ৯০ মিনিট। মূলত সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব ১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ এটি।
চীন যাওয়ার আগে আজ বুধবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রাঙ্গণে এক আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাগণ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার) এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র এজিএম মেহরাব হোসেন আসিফসহ অন্যান্যরা।
বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, “আমরা নারী ফুটবলের সঙ্গে নিয়মিতভাবে কাজ করার চেষ্টা করছি। এর আগে আমরা সাফে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় ছিলাম। বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ জাতীয় নারী ফুটবল দলের জাপান ও সিঙ্গাপুর সফরে তাদের পৃষ্ঠপোষকতায় ছিলাম। তারই ধারাবাহিকতায় চীন সফরেও তাদের সঙ্গে আমরা সম্পৃক্ত হয়েছি। আমরা মনে করি চীনে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ দল অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবে। বিভিন্ন সংস্কৃতির সঙ্গে তারা পরিচিত হতে পারবে। যা ভবিষ্যতে বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়ন ও উন্নতিতে কাজে লাগবে। চীন সফরকারী বাংলাদেশ দলের সবার সুস্বাস্থ্য কামনার পাশাপাশি শুভকামনা জানাচ্ছি। আশা করব মেয়েরা চীন থেকেও ভালো রেজাল্ট নিয়ে আসবে। ”
উল্লেখ্য, এর আগে ওয়ালটন গ্রুপ ভারতে অনুষ্ঠিত সাফে অংশ নেওয়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় ছিল। পৃষ্ঠপোষকতায় ছিল বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ জাতীয় নারী ফুটবল দলের জাপান ও সিঙ্গাপুর সফরে। এবার চীন সফরেও বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে ওয়ালটন গ্রুপ।

২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।