
রাজশাহী সীমান্তে থেকে ১১টি কঙ্কাল উদ্ধার করেছে বিজিবি। শনিবার ভোরে রাজশাহী নগরীর রাজপাড়া থানার চরমাঝারদিয়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে কঙ্কাল পাচারকারীরা পালিয়ে গেছে বলে জানায় বিজিবি। উদ্ধার কঙ্কাল রাজশাহী শুল্ক কার্যালয়ে জমা দেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।
রাজশাহী-১ বিজিবির অধিনায়ক সোহেল উদ্দিন পাঠান বলেন, ভোর ৬টার দিকে চর মাজারদিয়া পোস্টের নিয়মিত টহল দল ওই এলাকায় টহল দিচ্ছিল। এ সময় চর মাঝারদয়া পূর্বপাড়া এলাকা থেকে ১১টি নর কঙ্কালের বিভিন্ন অংশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ওই অভিযানে নেতৃত্ব দেন টহল কমান্ডার নায়েব সুবেদার আরশাদ আলী।
তিনি আরও বলেন, উদ্ধার কঙ্কালের আনুমানিক সিজার মূল্য এক লাখ ৫৯ হাজার টাকা। এগুলো অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে। এর আগেও সীমান্তে ধরা পড়েছে নর কঙ্কালের চালান। মেডিকেল শিক্ষার্থীদের কাছে বিক্রির উদ্দেশ্যে একটি চক্র এ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান অধিনায়ক।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।